ঢাকা     শনিবার   ২২ মার্চ ২০২৫ ||  চৈত্র ৯ ১৪৩১

শেকৃবিতে ১২০০ শিক্ষার্থীকে কোরআন দিল শিবির

শেকৃবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৪, ১৯ মার্চ ২০২৫  
শেকৃবিতে ১২০০ শিক্ষার্থীকে কোরআন দিল শিবির

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) শাখা ছাত্রশিবিরের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (১৯ মার্চ) বিকেল ৩টায় ১৭ রমজান বদর বিদস উপলক্ষে দাওয়াহ অ্যাসোসিয়েশনের ব্যানারে তারা শেকৃবির প্রায় ১ হাজার ২০০ শিক্ষার্থীকে কোরআন উপহার দেন। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে ও বদরুদ্দোজা গবেষণাগারে একযোগে এ বিতরণ কর্মসূচি পালন করা হয়।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, ১৭ রমজান ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে শেকৃবি শাখা ছাত্রশিবির বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ২০০ শিক্ষার্থীর মাঝে কোরআন বিতরণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ছেলেদের জন্য এবং বদরুদ্দোজা গবেষণা কেন্দ্রের সামনে ছাত্রীদের জন্য বুথ বসানো হয়। 

শিবিরের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শেকৃবি শিক্ষার্থীরা। শিবিরসহ ক্যাম্পাসে ক্রিয়াশীল সব ছাত্র সংগঠন থেকে এমন ব্যতিক্রমধর্মী আয়োজন প্রত্যাশা করছেন তারা।

শেকৃবি শাখা ছাত্রশিবিরের সভাপতি আবুল হাসান বলেন, “শিক্ষার্থীদের মধ্যে কুরআনের জ্ঞান ছড়িয়ে দিতে এ উপহার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রায় ৮০ শতাংশ শিক্ষার্থীর কাছে কোরআন নেই বা সহজ অনুবাদ নেই, যা তাদের জন্য গুরুত্বপূর্ণ। তাই সব শিক্ষার্থীর কাছে মহান আল্লাহর দেওয়া এ বিশেষ উপহার পৌঁছে দেওয়ার লক্ষ্যে কুরআন বিতরণ করা হয়েছে। যাতে তারা কুরআনের শিক্ষা অনুধাবন করতে পারে।”

ঢাকা/মামুন/মেহেদী


সর্বশেষ

পাঠকপ্রিয়