ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শেকৃবিতে ছাত্রদলের গণসেহরি

শেকৃবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫০, ২০ মার্চ ২০২৫  
শেকৃবিতে ছাত্রদলের গণসেহরি

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) প্রায় ২ হাজার শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীর নিয়ে গণসেহরির আয়োজন করেছে শাখা ছাত্রদল।

বৃহস্পতিবার(২০ মার্চ) রাত আড়াইটায় শেকৃবির টিএসসি কমপ্লেক্সে এ গণসেহরির আয়োজন করে সংগঠনটি। এছাড়া নারী শিক্ষার্থীদের জন্য ছাত্রদল কর্মীদের মাধ্যমে পার্সেলের ব্যবস্থা করে তারা।

শেকৃবি শিক্ষার্থী রাকিবুল ইসলাম জানান, এ ধরনের আয়োজন ছাত্র সংগঠনগুলোর মধ্যে একটি সুস্থ প্রতিযোগিতার রূপ নিক। ভবিষ্যতে শিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতো সংগঠনগুলোরও এমন আয়োজন করা উচিত।

শেকৃবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলমগীর কবির জানান, সাধারণ শিক্ষার্থীদের পরামর্শে তারা প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়ে গণ সেহরির আয়োজন করেন। শিক্ষার্থীদের অনুরোধে এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়। প্রায় ১,৮০০ শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও নিরাপত্তা রক্ষীর জন্য সেহরির ব্যবস্থা করা হয়, যেখানে ২,০০০-এর বেশি মানুষ অংশ নেয়। ছাত্রীদের খাবার তাদের হলে পৌঁছে দেওয়া হয়।

শাখা সভাপতি আহমেদুল কবির তাপস জানান, গত জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা প্রার্থনায় তারা গণ সেহরির আয়োজন করেছেন। এ আয়োজনের আরেকটি উদ্দেশ্য ছাত্রদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও ঐক্য গড়ে তোলা।

তিনি জানান, ছাত্রীদের জন্য আলাদা পার্সেলের ব্যবস্থা রাখা হয়েছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে এক ছাতার নিচে নিয়ে আনার চেষ্টা করা হয়েছে। তারেক রহমানের পরিকল্পনার আলোকে এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং এটি ছাত্র সংগঠনের জন্য একটি নতুন দৃষ্টান্ত হতে পারে।

ঢাকা/মামুন/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়