দেশ গড়তে ঐক্যবদ্ধের আহ্বান ইবি উপাচার্যের
ইবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ গড়তে শিক্ষা, আদর্শ ও নৈতিকতায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
তিনি বলেন, “শিক্ষার্থীরাই বিশ্ববিদ্যালয়ের প্রাণ ও হৃৎপিন্ড। তাদের মধ্যে মতাদর্শের, কাজের ভিন্নতা থাকবে। কিন্তু বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষায়, আদর্শ ও নৈতিক মান এই তিনটি পয়েন্টে সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করে যেতে হবে।”
শনিবার (২২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির ক্যাফেটেরিয়ায় প্রক্টরিয়াল বডির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল তিনি এসব কথা বলেন।
উপাচার্য বলেন, “বাংলাদেশ সৃষ্টির পর প্রতিষ্ঠিত প্রথম এ বিশ্ববিদ্যালয় ৪৬ বছরে পদার্পণ করেছে। এ সময়ের মধ্যে বের হওয়া শিক্ষার্থীরা বাংলাদেশের সর্বক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আগামীতে ইবি একটি নেতৃত্বদানকারী বিশ্ববিদ্যালয় হিসেবে শিক্ষায়, আদর্শে ও নৈতিক মানে ভূমিকা রাখতে সবাইর ঐক্যবদ্ধ থাকতে হবে।”
তিনি আরো বলেন, “রমজান মাস ধৈর্য ধারণ, পরমত সহিষ্ণুতা ও অন্যকে অগ্রাধিকার দেওয়ার মাস। আজ এ আয়োজনের মধ্য দিয়ে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে প্রয়াস চালিয়ে বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব।”
প্রক্টর অধ্যাপক মো. শাহীনুজ্জামানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ওবায়দুল ইসলাম।
এ সময় সহকারী প্রক্টর অধ্যাপক আব্দুল বারী, অধ্যাপক খাইরুল ইসলাম, অধ্যাপক ফকরুল ইসলাম, অধ্যাপক মোহাম্মদ মিন্নাতুল করিম,অধ্যাপক মোছা. খোদেজা খাতুনসহ বিশ্ববিদ্যালয়ের সব ক্রিয়াশীল ছাত্র সংগঠনের প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ঢাকা/তানিম/মেহেদী