ভর্তি পরীক্ষা: জবির ৩ ইউনিটের ফল প্রকাশ
জবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) স্নাতক (সম্মান) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার তিন ইউনিটের ফল প্রকাশ হয়েছে।
ইউনিটগুলো হলো- ‘বি’ (কলা ও আইন অনুষদ), ‘ডি’ (সামাজিক বিজ্ঞান অনুষদ) এবং ‘সি’ (বিজনেস স্টাটিজ অনুষদ) ইউনিট।
রবিবার (২৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল পেজে প্রকাশিত তিন অনুষদের ডিন ও ভর্তি কমিটির আহ্বায়কদের স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রত্যেক শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে www.admission.jnu.ac.bd লগইন করে স্ব-স্ব পোর্টালে ফল দেখতে পারবে।
আগামী ৮ এপ্রিল থেকে ১৭ এপ্রিল পর্যন্ত উত্তীর্ণ শিক্ষার্থীরা ওয়েবসাইটে www.admission.jnu.ac.bd লগইন করে বিষয় পছন্দ (Subject Choice) দিতে পারবে।
দীর্ঘ ৪ বছর পর গুচ্ছ থেকে বেরিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ধারায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত ১৪ ফেব্রুয়ারি ‘ডি’ ইউনিট এবং গত ১৫ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিট এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
কলা ও আইন অনুষদের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৭৮৫ আসনের বিপরীতে পরীক্ষার্থী ছিলেন ৪২ হাজার ৯৭৪ জন। বিজনেস স্টাডিজ অনুষদের ‘সি’ ইউনিটে ৫২০টি আসনের বিপরীতে পরীক্ষার্থী ছিলেন ২৪ হাজার ৯৫৭ জন।
ঢাকা/লিমন/মেহেদী