ঢাকা     বুধবার   ২৬ মার্চ ২০২৫ ||  চৈত্র ১৩ ১৪৩১

বেরোবিতে ইনকিলাব মঞ্চের নেতৃত্বে জাহিদ-মেহেদী

বেরোবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৩, ২৩ মার্চ ২০২৫  
বেরোবিতে ইনকিলাব মঞ্চের নেতৃত্বে জাহিদ-মেহেদী

আহ্বায়ক জাহিদ হাসান জয় (বামে) ও সদস্য সচিব মেহেদী হাসান

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে আহ্বায়ক হয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের জাহিদ হাসান জয় এবং সদস্য সচিব হয়েছেন অর্থনীতি বিভাগের মেহেদী হাসান।

রবিবার (২৩ মার্চ) সন্ধ্যায় ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় আহ্বায়ক শরিফ ওসমান হাদি ও সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে আরো আছেন, যুগ্ম-আহ্বায়ক নাঈম ইসলাম, যুগ্ম-সদস্য সচিব বাইজিদ বোস্তামী, সদস্য মো. নেজাজ ইসলাম, আব্দুল মজিদ, মো. মুসতাকিম মিয়া, মো. সানোয়ার ইসলাম, জাকারিয়া ইসলাম, তামিম ইকবাল, মো. সাকিব মিয়া, মো. মাহবুব আলী, মো. নাদিম মিয়া, জাহিদ ইসলাম, জিসান ইসলাম ও সালেহ উদ্দীন।

নবনির্বাচিত আহ্বায়ক জাহিদ হাসান জয় বলেন, “ইনকিলাব মঞ্চ কোনো রাজনৈতিক সংগঠন নয়, এটি একটি সামাজিক সংগঠন। আমাদের মূল লক্ষ্য হলো- জুলাই অভ্যুত্থানের স্মৃতি ধারণ করা, বিশ্ববিদ্যালয়ে তথাকথিত শাহবাগী ও ফ্যাসিবাদের দোসরদের বিচার নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত আন্দোলনে পাশে দাঁড়ানো।”

ইনকিলাব মঞ্চ একটি সাংস্কৃতিক প্ল্যাটফর্ম, যা সমস্ত আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করে।

ঢাকা/সাজ্জাদ/মেহেদী


সর্বশেষ

পাঠকপ্রিয়