ঢাকা     বুধবার   ২৬ মার্চ ২০২৫ ||  চৈত্র ১৩ ১৪৩১

কুবির ইনকিলাব মঞ্চের নেতৃত্বে হান্নান-ওসমান

কুবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৬, ২৩ মার্চ ২০২৫   আপডেট: ২২:২৬, ২৩ মার্চ ২০২৫
কুবির ইনকিলাব মঞ্চের নেতৃত্বে হান্নান-ওসমান

আহ্বায়ক মো. হান্নান রাহিম ও সদস্য সচিব ওসমান গনী

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ইনকিলাব মঞ্চের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

এতে আহ্বায়ক হিসেবে গণিত বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. হান্নান রাহিম এবং সদস্য সচিব হিসেবে লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ওসমান গনীকে মনোনীত করা হয়েছে।

রবিবার (২৩ মার্চ) সন্ধ্যায় ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় আহ্বায়ক শরিফ ওসমান হাদি ও সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ কমিটি মনোনীত করা হয়েছে।

আরো পড়ুন:

কমিটিতে আরো আছেন, যুগ্ম-আহ্বায়ক ফারুক আল নাহিয়ান, যুগ্ম-সদস্য সচিব মো. হাসান অন্তর, দপ্তর সম্পাদক হাসান ইমাম ফরহাদ, মিডিয়া সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, পাঠচক্র সম্পাদক নাদিয়া আফরোজ সিম্মি, শিল্প সাহিত্য সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম, পরিবেশ ও পর্যটন সম্পাদক আরিফ হোসাইন, স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক মহিবুস সাবের তালহা।

এছাড়া, এ কমিটিতে সদস্য হিসেবে ২৫ জনকে মনোনীত করা হয়েছেন। 

আহ্বায়ক কমিটির সদস্য সচিব ওসমান গনী বলেন, “এটি একটি রাজনীতি সচেতন সাংস্কৃতিক সংগঠন। বাংলাদেশপন্থি এ সংগঠনের সঙ্গে যুক্ত হতে পেরে আনন্দিত। সব আধিপত্যবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক অঙ্গন থেকে লড়াইয়ের মাধ্যমে একটি ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে ইনকিলাব মঞ্চ চেষ্টা করে যাবে, যেখানে আমাদের পরিচয় হবে আমরা বাংলাদেশপন্থি।”

আহ্বায়ক মো. হান্নান রাহিম বলেন, “ইনকিলাব আগ্রাসনবিরোধী বাংলাদেশপন্থি একটি সাংস্কৃতিক সংগঠন। এটি বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ক্লাবের মতোই কাজ করবে। তবে ইনকিলাব প্রচণ্ডরকম রাজনৈতিক সচেতন থাকবে, যাতে সব ধরনের দেশবিরোধী ষড়যন্ত্র বুদ্ধিবৃত্তিকভাবে রুখে দেওয়া যায়।”

ঢাকা/এমদাদুল/মেহেদী

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়