ঢাকা     বৃহস্পতিবার   ২৭ মার্চ ২০২৫ ||  চৈত্র ১৪ ১৪৩১

দিনাজপুরে শহীদদের পরিবারকে ঈদ উপহার দিল জিয়া ফাউন্ডেশন

হাবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪০, ২৪ মার্চ ২০২৫   আপডেট: ১৯:৩৩, ২৪ মার্চ ২০২৫
দিনাজপুরে শহীদদের পরিবারকে ঈদ উপহার দিল জিয়া ফাউন্ডেশন

ঈদ উপহার সামগ্রী গ্রহণ করছেন শহীদ মো. জিয়াউর রহমানের পরিবার

দিনাজপুরে জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। 

সোমবার (২৪ মার্চ) দিনাজপুরের চার শহীদ পরিবারের মাঝে এসব ঈদ উপহার সামগ্রী  প্রদান করা হয়েছে। 

শহীদগণ হলেন, দিনাজপুরের বিরল উপজেলার ৬ নম্বর ভান্ডারা ইউনিয়নের নাগরবাড়ি গ্রামের শহীদ মো. জিয়াউর রহমান, একই উপজেলার মাধবাটির করলা গ্রামের শহীদ মো. মাসুম রেজা, সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের রাণীগঞ্জের শহীদ রবিউল ইসলাম রাহুল এবং পাহাড়পুরের শহীদ রুদ্র সেন।

শহীদ পরিবারের পক্ষ থেকে তাদের পিতা-মাতা, স্ত্রী-সন্তান, দাদা-দাদি ও ভাই-বোন ঈদ উপহার সামগ্রী গ্রহণ করেন।

ঈদ উপহার সামগ্রী প্রদানের সময় উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলায় উপহার সামগ্রী বিতরণ কার্যক্রমের সমন্বয়ক এবং হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) অধ্যাপক মো. আবু হাসান, কৃষিবিদ আবু তারিক সিদ্দিকী।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, হাবিপ্রবির অধ্যাপক মো. হাসানুজ্জামান, অধ্যাপক এম. জাহাঙ্গীর কবির, অধ্যাপক এরফান আলী খোন্দকার, অধ্যাপক মো. কুতুবউদ্দিন, অধ্যাপক মো. হাফিজুর রহমান হাফিজ প্রমুখ।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার চার শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। আগামীকাল পার্বতীপুরের শহীদ শিমুল, বীরগঞ্জের শহীদ আল আমিন ইসলাম এবং চিরির বন্দরের শহীদ সুমন পাটোয়ারীর পরিবারের কাছে ঈদ উপহার পৌঁছানো হবে।

ঢাকা/সংগ্রাম/মেহেদী


সর্বশেষ

পাঠকপ্রিয়