ঢাকা     শনিবার   ২৯ মার্চ ২০২৫ ||  চৈত্র ১৬ ১৪৩১

রবি উপাচার্যের নামে হোয়াটস অ্যাপে আইডি খুলে টাকা দাবি

রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৪, ২৫ মার্চ ২০২৫   আপডেট: ১৭:১১, ২৫ মার্চ ২০২৫
রবি উপাচার্যের নামে হোয়াটস অ্যাপে আইডি খুলে টাকা দাবি

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের (রবি) উপাচার্য অধ্যাপক এসএম হাসান তালুকদারের নাম ও ছবি ব্যবহার করে ভুয়া আইডি খুলে টাকা দাবির অভিযোগ উঠেছে।

সোমবার (২৪ মার্চ) কোনো প্রতারক বা প্রতারক চক্র ওই আইডি থেকে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা চাইলে বিষয়টি জানাজানি হয়।

মঙ্গলবার (২৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে এ বিষয়ে একটি সতর্ক বার্তা পোস্ট করা হয়েছে। বার্তায় বলা হয়েছে, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এসএম হাসান তালুকদারের ছবি ও নাম ব্যবহার করে একটি প্রতারকচক্র ওয়াটস অ্যাপে ফেক আইডি খুলেছন এবং অনেককে মেসেজ দিয়ে টাকা চাচ্ছেন।

বার্তায় আরো বলা হয়েছে, এ বিষয়ে রবি উপাচার্য সবাইকে সতর্ক থাকতে এবং কোনো রকম অর্থ লেনদেন না করার জন্য অনুরোধ করেছেন। কেউ টাকা পাঠালে উপাচার্য এর কোনো দায়িত্ব নেবেন না। কারণ নাম্বারটি উনার না।

প্রতারক চক্রের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য। 

এদিকে, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির পক্ষ থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। প্রতারক বা প্রতারক চক্রকে পুলিশ দ্রুত চিহ্নিত করবে এবং আইনের আওতায় আনতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রক্টরিয়াল বডির সদস্যরা।

এ বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, “থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তদন্ত চলছে।”

ঢাকা/হাবিবুর/মেহেদী


সর্বশেষ

পাঠকপ্রিয়