ঢাকা     বুধবার   ২৬ মার্চ ২০২৫ ||  চৈত্র ১৩ ১৪৩১

নোবিপ্রবি উপাচার্যের নাম ও ছবি ব্যবহার করে প্রতারণা

নোবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২১, ২৫ মার্চ ২০২৫  
নোবিপ্রবি উপাচার্যের নাম ও ছবি ব্যবহার করে প্রতারণা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইলের নাম ও ছবি ব্যবহার করে একটি প্রতারক চক্র বিভিন্ন ব্যক্তির কাছে টাকা দাবি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নোয়াখালীর সুধারাম থানা একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। 

মঙ্গলবার (২৫ মার্চ) এ বিষয়ে নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সহকারী পরিচালক (তথ্য ও জনসংযোগ) ইফতেখার হোসাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নোবিপ্রবির ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইলের নাম ও ছবি ব্যবহার করে হোয়াটস অ্যাপের মাধ্যমে ০১৮৭৬১২২১৩৫ নম্বর থেকে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা দাবি করা হচ্ছে। এ ধরনের যেকোনো আর্থিক লেনদেন থেকে সংশ্লিষ্টদের বিরত থাকার অনুরোধ জানানো হলো।

আরো পড়ুন:

এরা সংঘবদ্ধ প্রতারক চক্র। তাই এ চক্রকে যথাযথ নিয়মে আইনশৃঙ্খলা বাহিনীর নিকট সোপর্দ করার পরামর্শ দেওয়া হলো। ইতিমধ্যে এ বিষয়ে নোয়াখালীর সুধারাম থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

ঢাকা/ফাহিম/মেহেদী


সর্বশেষ

পাঠকপ্রিয়