ঢাকা     বৃহস্পতিবার   ২৭ মার্চ ২০২৫ ||  চৈত্র ১৪ ১৪৩১

বেরোবিতে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

বেরোবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১২, ২৫ মার্চ ২০২৫  
বেরোবিতে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৫ মার্চ, ২০২৫) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিন্ডিকেট রুমে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক মো. শওকাত আলী। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. আনছার আলী।

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. তাজুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন, রেজিস্ট্রার অধ্যাপক মো. হারুন-অর রশিদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক মো. ইলিয়াছ প্রামানিক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. তানজিউল ইসলাম প্রমুখ।

এ সময় উপাচার্য অধ্যাপক মো. শওকাত আলী বলেন, “১৯৭১ সালের এই দিনে বাঙালি জাতির জীবনে এক বিভিষীকাময় রাত নেমে আসে। ২৫ মার্চ মধ্য রাতে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে ঢাকাসহ সারাদেশে গণহত্যা চালায়।”

তিনি আরও বলেন, “১৯৭১ সালে নিরীহ নিরস্ত্র বাঙালিদের গণহত্যা এবং ২০২৪ সালের জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের মধ্যে কোনো পার্থক্য নেই। আগামীতে যেন এ ধরনের বর্বরোচিত হত্যাকাণ্ড না সংঘটিত হয়। এজন্য ২০২৪ এর গণহত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করা প্রয়োজন।”

ঢাকা/সাজ্জাদ/মেহেদী


সর্বশেষ

পাঠকপ্রিয়