ছুটি শেষে রবিতে শ্রেণি কার্যক্রম শুরু
রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

স্বাধীনতা ও জাতীয় দিবস, শব-ই-কদর, জুমাতুল বিদা ও ঈদ-উল-ফিতরের ছুটি শেষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে (রবি) অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে।
রবিবার (৬ এপ্রিল) সকাল থেকে শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা ও কর্মচারীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয়। ছুটি শেষে বিশ্ববিদ্যালয় খোলার প্রথমদিনে ক্লাস শুরু হওয়ায় শিক্ষার্থীদের মাঝে উচ্ছ্বাস দেখা গেছে।
শিক্ষার্থীরা জানান, ছুটির পর আজ ক্লাস শুরু হয়েছে। শিক্ষক, বন্ধু ও সহপাঠীদের অনেকদিন পর পেয়ে খুব আনন্দ অনুভব করছি। ছুটি শেষে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণও নব উদ্যমে তাদের কাজ শুরু করেছেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এসএম হাসান তালুকদার এদিন সকালে শুরুতেই শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা ও কর্মচারীদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার এবং শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের তাদের দায়িত্ব অনুযায়ী কাজ করার আহ্বান জানান।
গত ২৩ মার্চ (রবিবার) থেকে ৩ এপ্রিল (বৃহস্পতিবার) পর্যন্ত অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম ছুটি ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় রবিবার (৬ এপ্রিল) থেকে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হয়।
ঢাকা/হাবিবুর/মেহেদী