গাজায় নির্যাতিতদের পক্ষে নোবিপ্রবি শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন
নোবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

ফিলিস্তিনের স্বাধীনতা ও গাজায় নির্যাতিত মানুষের পাশে সংহতি জানিয়ে আগামীকাল সোমবার (৭ এপ্রিল) সব ধরনের অ্যাকাডেমিক কার্যক্রম বর্জন ঘোষণা করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীরা।
রবিবার (৬ এপ্রিল) এক বিবৃতিতে এ সিদ্ধান্ত জানিয়েছেন শিক্ষার্থীরা।
বিবৃতিতে শিক্ষার্থীরা বলেন, আমরা এই চরম দুর্ভোগ, অবিচার এবং মানবিক সংকটের সময়ে গাজার জনগণের সঙ্গে অটল সংহতি প্রকাশ করছি এবং বিশ্বব্যাপী ধর্মঘটে অংশগ্রহণ করছি। আমরা গাজার জনগণের উপর নিপীড়ন, দখলদারিত্ব এবং সম্মিলিত অবিচারের বিরুদ্ধে আওয়াজ তুলছি। অতএব, আমরা আগামীকাল সোমবার (৭ এপ্রিল) কোনো ক্লাস, ল্যাব বা পরীক্ষায় অংশগ্রহণ করব না।
বিবৃতিতে তারা আরো বলেন, এটি কেবল একটি আঞ্চলিক সমস্যা নয়- এটি মানবাধিকার, মর্যাদা এবং ন্যায়বিচারের বিষয়। আমাদের নীরবতা আমাদেরকে জড়িত করে তুলবে। আমাদের কর্মকাণ্ড শান্তি, স্বাধীনতা এবং প্রতিটি মানুষের মৌলিক অধিকারের পক্ষে; ফিলিস্তিনের স্বাধীনতা, গাজার ন্যায়বিচারের জন্য।
বিবৃতিতে শিক্ষার্থীরা ‘স্ট্রাইক ফর গাজা’, ‘স্ট্যান্ড উইথ গাজা’, ‘ফ্রি প্যালেস্টাইন’ লেখা সম্বলিত হ্যাশট্যাগ ব্যবহার করেন।
অন্যদিকে, আগামীকাল সমাবেশ (৭ এপ্রিল) সংহতি সমাবেশের ডাক দিয়ে ক্লাস-পরীক্ষা স্থগিত করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) প্রশাসন। রবিবার (৬ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পৃথক দুইটি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের নিরীহ জনগণের ওপর ইসরাইলের অব্যাহত বর্বর আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে এবং গাজাবাসীর প্রতি সংহতি জানাতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) এক সমাবেশের আয়োজন করা হয়েছে।
নোবিপ্রবি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আগামীকাল সোমবার (৭ এপ্রিল ) সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত এ সমাবেশ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠিতব্য সমাবেশে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য নোবিপ্রবি পরিবারের সবাইকে অনুরোধ জানানো হলো।
অন্য বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের নিরীহ জনগণের ওপর ইসরাইলের অব্যাহত বর্বর আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে বিশ্বব্যাপী শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে নোবিপ্রবি কর্তৃপক্ষ আগামীকাল সোমবার (৭ এপ্রিল ) বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে।
এছাড়াও আগামীকাল সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ বন্ধ থাকবে। স্থগিত পরীক্ষার সময়সূচী পরবর্তীতে জানানো হবে।
ঢাকা/ফাহিম/মেহেদী