‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচিতে জাবির শিক্ষার্থীদের সংহতি
জাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

গাজায় ক্রমবর্ধমান ইসরায়েলি হামলা ও গণহত্যার প্রতিবাদে আগামীকাল সোমবার বিশ্বব্যাপী ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। এরই অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন।
রবিবার (৬ এপ্রিল) এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ ঘোষণা দেন।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, যখন গাজা ইসরায়েলি আগ্রাসনে পুড়ছে, তখন আমরা আর নীরব থাকতে পারি না। গণহত্যা, বিমান হামলা, ক্ষুধা ও ধ্বংসযজ্ঞ—এসব বিচ্ছিন্ন যুদ্ধাপরাধ নয়, বরং একটি জেনোসাইডের স্পষ্ট নিদর্শন। ঘরবাড়ি, হাসপাতালসহ গোটা পরিবার নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। অথচ বিশ্ব নির্বিকার।
বিবৃতিতে আরো বলা হয়েছে, আমরা গাজার নিপীড়িত মানুষের পাশে দাঁড়াতে এবং ন্যায়বিচারের দাবি জানাতে গ্লোবাল স্ট্রাইকে অংশ নিচ্ছি। আগামীকাল সোমবার (৭ এপ্রিল) আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সমস্ত ক্লাস, পরীক্ষা ও ল্যাব থেকে বিরত থাকব।
ঢাকা/আহসান/মেহেদী