ইসরায়েলি হামলার প্রতিবাদে উত্তাল ঢাবি
ঢাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

রাজু ভাস্কর্যের পাদদেশে সংহতি সমাবেশে শিক্ষার্থীরা
গাজায় ইসরাইলের চলমান নৃশংস গণহত্যা ও দখলদারিত্বের প্রতিবাদে ‘দ্য ওয়ার্ল্ড স্টপ ফর গাজা’ ও ‘নো ওয়ার্ক নো স্কুল’র প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।
সোমবার (৭ এপ্রিল) বিকেলে রাজু ভাস্কর্যের পাদদেশে বিভিন্ন সংগঠনের ব্যানারে আয়োজিত বিক্ষোভ থেকে ফিলিস্তিনের স্বাধীনতা ও ইসরায়েলের ধ্বংস কামনা করা হয়েছে। একইসঙ্গে বিশ্বের সব মুসলিম রাষ্ট্রগুলোকে ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান এবং ইসরায়েলী পণ্য বয়কটের ডাক দেওয়া হয়েছে।
এদিকে, সংহতি জানিয়ে বিশ্ববিদ্যালয়ে সব ধরনের ক্লাস-পরীক্ষা স্থগিত রাখায় সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণ জনসমুদ্রে পরিণত হয়। এতে ঢাবি ও ঢামেকসহ রাজধানীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরাও এতে অংশগ্রহণ করেন।
বিক্ষোভে তারা ‘তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন’, ‘আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা’, ‘ফ্রম দ্যা রিভার টু দ্যা সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি’, ‘ফ্রি ফ্রি, প্যালেস্টাইন’, ‘ওয়ান টু থ্রি ফোর, জায়োনিজম নো মোর’, ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’, ‘সাবিলুনা সাবিলুনা, আল জিহাদ আল জিহাদ’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
সমাবেশে উপস্থিত ঢাবির সমাজবিজ্ঞান বিভগের শিক্ষার্থী জাহিদ হাসান রাইজিংবিডি ডটকমকে বলেন, “আজ পুরো বিশ্ব ফিলিস্তিনিদের উপর ধ্বংসযজ্ঞ দেখে হতবাক। যেভাবে ফিলিস্তিনে মানবতাবিরোধী কর্মকাণ্ড চালাচ্ছে, তা ইতিহাসের অন্যতম ভয়াবহ নিষ্ঠুরতার উদাহরণ।”
তিনি বলেন, “ইসরায়েল সর্বোচ্চ সীমা ছাড়িয়ে গেছে। এখন সময় এসেছে, মুসলিম উম্মাহর একতাবদ্ধ হওয়ার। আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে অন্যায়ের বিরুদ্ধে, নৃশংসতার বিরুদ্ধে। ইসরায়েলের অবসান অনিবার্য। সেই দিন খুব দূরে নয়, যেদিন আল্লাহর প্রতিশ্রুতি বাস্তবে প্রতিফলিত হবে।”
ইতিহাস বিভাগের শিক্ষার্থী রফিক বলেন, “ফিলিস্তিন জনগণের প্রতি ইসরাইল যে আগ্রাসন চালাচ্ছে, তা নিঃসন্দেহে চরমভাবে মানবাধিকার লঙ্ঘন। তারা ৫০ হাজারেরও বেশি নিরস্ত্র ফিলিস্তিনিদের হত্যা করেছে। অথচ বিশ্ব মোড়লরা মুখে কুলুপ এঁটে বসে রয়েছে। আমাদের ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানানো ছাড়া বাংলাদেশ থেকে তেমন কিছুই করার নেই।”
ঢাকা/সৌরভ/মেহেদী