ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাজায় গণহত্যা বন্ধের দাবি রাজশাহী কলেজ শাখা শিবিরের

রাজশাহী কলেজ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৫, ৯ এপ্রিল ২০২৫  
গাজায় গণহত্যা বন্ধের দাবি রাজশাহী কলেজ শাখা শিবিরের

গাজায় চলমান ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে রাজশাহী কলেজের প্রশাসন ভবনে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করেছেন শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীরা। 

বুধবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় কলেজ শাখা ছাত্রশিবিরের পক্ষ থেকে এ পতাকা উত্তোলন কর্মসূচি পালন করা হয়েছে। 

এ সময় উপস্থিত ছিলেন, কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. মাহমুদুল হাসান মাসুম ও সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন মাহদী, রাজশাহী মহানগর শাখা ছাত্রশিবিরের সহকারি অফিস সম্পাদক হাফেজ শাহিনুল ইসলাম।

পতাকা উত্তোলন শেষে রাজশাহী মহানগর শাখা ছাত্রশিবিরের সহকারি অফিস সম্পাদক হাফেজ শাহিনুল ইসলাম বলেন, “ইজরায়েল শতাব্দীর সব থেকে বড় গণহত্যা ফিলিস্তিনে চালিয়েছে। তারপরও আমরা দেখছি বিশ্বের মোড়লরা সবাই নিশ্চুপ এবং অনেকে ইজরায়েলের প্রতি সমর্থন দিচ্ছে। আমরা চাই, অতি দ্রুত ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে।”

তিনি বলেন, “আমাদের শুধু প্রতিবাদ করলেই চলবে না। আমাদের ইজরায়েলের সব পণ্য বয়কট করতে হবে এবং এর মাধ্যমে যদি বিশ্বের সব দেশ চাপ সৃষ্টি করলে অবশ্যই ফিলিস্তিন রাষ্টীয়ভাবে স্বাধীনতা অর্জন করবে।”

শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. মাহমুদুল হাসান মাসুম বলেন, “ফিলিস্তিনে চলমান ইজরায়েলি গণহত্যার প্রতিবাদ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। সেই ধারাবাহিকতায় আজ আমরা কলেজের প্রশাসন ভবনে ফিলিস্তিনে পতাকা উত্তোলন করেছি।”

তিনি বলেন, “এর মাধ্যমে আমরা বিশ্ববাসীর প্রতি আহ্বান জানাতে চায়, গাজায় ইজরায়েলি বাহিনী যে বর্বর গণহত্যা চালাচ্ছে, তার প্রতিবাদে যেন বিশ্বের সবাই একতাবদ্ধ হয়ে এগিয়ে আসে।”

ঢাকা/ফারজানা/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়