মার্চ ফর গাজা: মজলুমদের পাশে থাকার আহ্বান ঢাবি উপাচার্যের
ঢাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

ফিলিস্তিনের গাজায় চলমান গণহত্যা ও জবরদখলের প্রতিবাদে আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। এ সময় তিনি সবাইকে মজলুমদের পাশে থাকার আহ্বান জানান।
শনিবার (১২ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে তিনি ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশগ্রহণ করে এ আহ্বান জানান।
উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেন, “আজকে গাজা, রাফা, প্যালেস্টাইন যেভাবে আমরা বলি না কেন, তারা নিপীড়নের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। এটা শুধু মুসলমানদের বিষয় না, মুসলমান-অমুসলমান সবার দায়িত্ব মজলুমদের পাশে দাঁড়ানো। সুতরাং, তাদের জন্য দোয়া করা, পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”
তিনি বলেন, “আমাদের নবীজি বলেছেন, বিশ্বাসীরা একটা দেহের মত। একস্থানে আঘাত করলে অন্যস্থানও আহত হয়। তাই মজলুমদের জন্য আপনাদের এ আয়োজনকে স্বাগত জানায়।”
ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে তিনি বলেন, “আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি পরীক্ষা চলছে। বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীরা এসেছেন। তাদের যাতে কোনো বাঁধা না ঘটে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।”
ঢাকা/সৌরভ/মেহেদী