ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ড্যাফোডিলে ‘শান্তি স্থাপন ও দ্বন্দ্ব নিরসন’ কর্মশালা

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৪, ১২ এপ্রিল ২০২৫   আপডেট: ১৬:০১, ১৩ এপ্রিল ২০২৫
ড্যাফোডিলে ‘শান্তি স্থাপন ও দ্বন্দ্ব নিরসন’ কর্মশালা

ঢাকার ধানমন্ডির ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলে অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট অব বাংলাদেশ-এর উদ্যোগে ‘শান্তি স্থাপন ও দ্বন্দ্ব সংবেদনশীলতা এবং দ্বন্দ্ব নিরসন’ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

দিনব্যাপী কর্মশালায় সংস্থাটির ২০ জন কর্মী অংশ নেন। এতে প্রশিক্ষক হিসেবে দ্বন্দ্ব নিরসন বিষয়ে অভিজ্ঞতার আলোকে সেশন পরিচালনা করেন উন্নয়নকর্মী তারিক হোসেন। এতে আরো উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের সহকারী পরিচালক সাহানা আক্তার।

সাহানা আক্তার বলেন, ‘‘শান্তি স্থাপন ও দ্বন্দ্ব নিরসন বিষয় নিয়ে আলোচনা করা এবং তা চর্চা করা প্রয়োজন।’’ বিষয়টি নিয়ে প্রশিক্ষণ পরিচালনার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান তিনি।

কর্মশালার মূল লক্ষ্য ছিল অংশগ্রহণকারীদের দ্বন্দ্ব নিরসনের কৌশল ও এর প্রয়োগ সম্পর্কে সচেতন করা এবং অংশগ্রহণকারীদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে সামাজিক শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখার প্রস্তুতি গ্রহণ।

সংস্থাটির ডেপুটি ডিরেক্টর সঞ্চিতা তালুকদার বলেন, “আমাদের মূল উদ্দেশ্য মানুষের মধ্যে দ্বন্দ্ব নিরসনের কৌশলকে আরো শক্তিশালী করে তোলা, যাতে তারা নিজেরাই তাদের সমস্যা চিহ্নিত করে সমাধানের পথে এগিয়ে যেতে পারে।”

কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট অব বাংলাদেশ ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।

ঢাকা/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়