২৩ দিন পর আবারো প্রাণোচ্ছল কুবি
কুবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

মাহে রমজান ও পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ২৩ দিনের ছুটি কাটিয়ে চিরচেনা রূপে ফিরেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)।
ছুটি শেষে শুরু হয়েছে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম। এতে শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উছেছে ক্যাম্পাস।
রবিবার (১৩ এপ্রিল) দুপুরে ক্যাম্পাস ঘুরে এমন চিত্র দেখা যায়।
সরেজমিনে দেখা গেছে, চিরচেনা আগের মতই শিক্ষার্থীরা ক্লাসে যাচ্ছেন, একসঙ্গে বসে আড্ডা দিচ্ছেন। কেউবা আবার বাসের জন্য ছুটছেন।
শিক্ষার্থীরা বলেন, দীর্ঘ সময় বাড়িতে থাকার পর ক্যাম্পাসে আসতে মন চাচ্ছিলো না। কিন্তু ক্লাস-পরীক্ষা শুরু হওয়ায় চলে আসতে হলো। তবে ক্যাম্পাসে ফিরে এখন বন্ধু-বান্ধবের সঙ্গে দেখা হয়ে ভালো লাগছে। আবারো এক সঙ্গে আড্ডা দিতে পারব সবার সঙ্গে।
আইন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আতিকুর রহমান রায়হান বলেন, “দীর্ঘ ঈদের বন্ধ শেষে বাড়ি ছেড়ে আবারো ক্যাম্পাসে ফিরতে হয়েছে। পরিবারের প্রিয় মানুষগুলো ছাড়া আলাদা একটা জায়গায় থাকাটা সবসময়ই অস্বস্তির। কিন্তু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বন্ধু-বান্ধব, প্রিয় বিভাগ, শিক্ষক, ক্যাম্পাসের সৌন্দর্য্য- সবকিছু মিলিয়ে আরো একটা পরিবার হয়ে উঠেছে।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. আনোয়ার হোসেন বলেন, “দীর্ঘদিন ছুটির পর ক্যাম্পাস আজ খুলেছে। আমি চাই ক্যাম্পাসের সব অ্যাকাডেমি এবং নন-অ্যাকাডেমিক কার্যক্রম সুন্দরভাবে চলুক।”
গত ২২ মার্চ থেকে মাহে রমাদান ও ঈদুল ফিতরের ছুটি শুরু হয়েছিল।
ঢাকা/এমদাদুল/মেহেদী