ঢাকা     বুধবার   ২৩ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১০ ১৪৩২

বর্ষবরণের প্রস্তুতিতে মেতে উঠেছেন তিতুমীরের শিক্ষার্থীরা

তিতুমীর কলেজ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৭, ১৩ এপ্রিল ২০২৫   আপডেট: ২২:১৩, ১৩ এপ্রিল ২০২৫
বর্ষবরণের প্রস্তুতিতে মেতে উঠেছেন তিতুমীরের শিক্ষার্থীরা

বাঙালির অন্যতম উৎসব বাংলা নববর্ষের আগমনে সারা দেশজুড়ে বইছে আনন্দের হাওয়া। পুরনোকে বিদায় দিয়ে নতুনকে বরণ করে নেওয়ার আনন্দে উদ্দীপ্ত পুরো জাতি। এর ব্যতিক্রম ঘটেনি সরকারি তিতুমীর কলেজও।

পবিত্র রমজান ও ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শেষে আবারো চিরচেনা পরিবেশে ফিরেছে সরকারি তিতুমীর কলেজ। শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে ক্যাম্পাসের প্রতিটি প্রান্ত। চলছে আগামীকালের সাংস্কৃতিক অনুষ্ঠানের পূর্ব প্রস্তুতি। ক্যাম্পাসে ফিরে শিক্ষার্থীরা রংতুলি হাতে ব্যস্ত হয়ে পড়েছেন আলপনা আঁকায়।

রবিবার (১৩ এপ্রিল) সরেজমিনে দেখা গেছে, বিজ্ঞান ভবনের সামনের রাস্তা, অডিটোরিয়াম চত্বর, বিভিন্ন একাডেমিক ভবন ও বিভাগের প্রাঙ্গণ জুড়ে শিক্ষার্থীদের সৃজনশীল ছোঁয়ায় ফুটে উঠেছে নানা রঙের মনোমুগ্ধকর আলপনা। যেন কলেজ প্রাঙ্গণ তার অতীতের সব গ্লানি ঝেড়ে ফেলে ফিরে পেয়েছে এক নতুন প্রাণচাঞ্চল্য। এসব আয়োজন বাংলা নববর্ষের আমেজকে আরো দ্বিগুণ করে তুলেছে।

শিক্ষার্থীদের মনে একটাই কামনা, পুরোনো বছরের সকল গ্লানি, জরা ও ক্লান্তি মুছে গিয়ে নতুন বছর যেন তাদের জীবনে নিয়ে আসে নতুন রঙ, নতুন স্বপ্ন ও আনন্দের বারতা।

তিতুমীর আর্ট ক্লাবের এক সদস্য জানান, বাংলা নববর্ষ সবার প্রিয় একটা উৎসব। এ দিনটিকে ঘিরে সবার মধ্যে আলাদা একটা উচ্ছ্বাস কাজ করে। আলপনা আঁকার মাধ্যমে আমরা আমাদের আনন্দ আর উদ্দীপনাটুকু প্রকাশ করার চেষ্টা করছি। নিজের হাতে রঙ তুলিতে সাজানো এই আয়োজনের সঙ্গে যুক্ত হতে পেরে তারা খুবই আনন্দিত।

ঢাকা/হাফছা/মেহেদী


সর্বশেষ

পাঠকপ্রিয়