উৎসবমুখর পরিবেশে গোবিপ্রবিতে বাংলা নববর্ষ উদযাপন
গোবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ প্রতিপাদ্যে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদ্যাপন করা হয়েছে।
বাংলা নববর্ষ ১৪৩২ বরণ উপলক্ষে সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় প্রশাসনিক ভবনের সামনে থেকে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ অনুষ্ঠিত হয়।
কুলা-চালুন, শখের হাঁড়ি, কলসি ও তালপাখা হাতে শোভাযাত্রাটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রশাসনিক ভবন চত্বরে নির্মিত ফটোফ্রেমের সামনে ছবি উঠিয়ে আনন্দ উদ্যাপন করা হয়েছে।
এ সময় বৈশাখের ঐতিহ্যকে ধারণ করে সবার মাঝে দই, চিড়া, মুড়ি, রসগোল্লা, সাজ-বাতাসা, গজা, নকুলদানা ও দানা মিষ্টি বিতরণ করা হয়েছে। এছাড়াও উৎসবের অংশ হিসেবে ক্যাম্পাসে আলপনা অঙ্কন করা হয়েছে।
অনুষ্ঠানে কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ নাজমুল আহসান, রেজিস্ট্রার মো. এনামউজ্জামান, প্রক্টর সহযোগী অধ্যাপক আরিফুজ্জামান রাজীবসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের সভাপতি, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
নববর্ষের শুভেচ্ছা বিনিময় শেষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান বলেন, “পহেলা বৈশাখ বাঙালিদের কাছে অনেক বেশি আনন্দের। এবারের বৈশাখ আরো বেশি আনন্দের। কারণ আমরা ফ্যাসিস্ট মুক্ত সমাজে এ উদযাপন করতে পারছি।”
তিনি বলেন, “এই নববর্ষে একটা কষ্টের জায়গাও রয়েছে। কেননা আমরা যখন নববর্ষ বরণ করছি, তখন ফিলিস্তিনের মানুষ নিষ্ঠুরভাবে গণহত্যার শিকার হচ্ছে। আমরা তাদের প্রতি সংহতি জানাচ্ছি।”
ঢাকা/রিশাদ/মেহেদী