ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খুবিতে ভর্তি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩০, ১৫ এপ্রিল ২০২৫  
খুবিতে ভর্তি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৭ ও ১৮ এপ্রিল অনুষ্ঠিত হবে।

খুবির ভর্তি পরীক্ষা এবারই প্রথম খুলনাসহ ঢাকা ও রাজশাহী কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এবারের ভর্তি পরীক্ষায় ১ হাজার ১০৯টি আসনের বিপরীতে অংশ নেবে ১ লাখ ৭ হাজার ৬৮৫ জন শিক্ষার্থী। এ হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৯৭ জন শিক্ষার্থী।

আরো পড়ুন:

আগামী ১৭ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ‘সি’ ইউনিটের (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান, আইন, শিক্ষা, চারুকলা স্কুল) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া চারুকলার ড্রইং পরীক্ষা দুপুর সাড়ে ১২টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

পরীক্ষায় খুলনা বিশ্ববিদ্যালয়, দেলদার আহমেদ সরকারি মাধ্যমিক বিদ্যালয়, হোপ পলিটেকনিক ইনস্টিটিউট, রেভারেন্ড পলস্ হাই স্কুল, কেসিসি উইমেন্স কলেজ ও সরকারি মহিলা কলেজ কেন্দ্রে ১৪ হাজার ৪৮০ জন পরীক্ষার্থী অংশ নেবে।

এছাড়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কেন্দ্রে ১২ হাজার ১০৪ জন এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) কেন্দ্রে ৭ হাজার ৮৫৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।

এদিন দুপুর আড়াইটা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ‘ডি’ ইউনিটের (ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুল) ভর্তি পরীক্ষা শুধু খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এ পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ১৫৪ জন।

আগামী ১৮ এপ্রিল (শুক্রবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ‘বি’ ইউনিটের (জীব বিজ্ঞান স্কুল) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ পরীক্ষায় খুলনা বিশ্ববিদ্যালয়, দেলদার আহমেদ সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও হোপ পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে ৭ হাজার ৮৭৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১৩ হাজার ৬৮৪ জন এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৬ হাজার ৩৮৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।

এদিন বিকাল ৩টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ‘এ’ (বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া বিকাল সাড়ে ৪টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত স্থাপত্য’র ড্রইং পরীক্ষা গ্রহণ করা হবে।

এ পরীক্ষায় খুলনা বিশ্ববিদ্যালয়, দেলদার আহমেদ সরকারি মাধ্যমিক বিদ্যালয়, রেভারেন্ড পলস্ হাই স্কুল, হোপ পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে ১১ হাজার ১৫৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এ পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২১ হাজার ৫৬০ জন এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৮ হাজার ৪৬৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে

খুবি উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম বলেন, “গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে এবার আমরা আমাদের নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা নিচ্ছি। এবারই প্রথম খুলনার পাশাপাশি ঢাকা ও রাজশাহীতে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, যা ভর্তিচ্ছুদের জন্য আরো সহজ ও সুলভ হয়েছে।”

তিনি আরও বলেন, “খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আয়োজনে প্রথমবারের মতো যুক্ত হলো বাংলাদেশের তিনটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)। এই তিনটি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্র স্থাপন করায় ভর্তি পরীক্ষার সর্বোচ্চ মান নিয়ন্ত্রণ করা সম্ভবপর হবে বলে আশা করছি।”

ঢাকা/নুরুজ্জামান/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়