ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শিক্ষার্থীদের জন্য জবি উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করবে ছাত্র অধিকার পরিষদ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৪, ১৫ এপ্রিল ২০২৫   আপডেট: ২০:৩৬, ১৫ এপ্রিল ২০২৫
শিক্ষার্থীদের জন্য জবি উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করবে ছাত্র অধিকার পরিষদ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের ন্যায্য অধিকার ও বিভিন্ন গুরুত্বপূর্ণ দাবি বাস্তবায়নের লক্ষ্যে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করবে বলে জানিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।

মঙ্গলবার (১৫ই এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনের সামনে এক প্রতিবাদ সমাবেশে সংগঠনটির জবি শাখা এ তথ্য জানায়।

এর আগে, গত ২০ মার্চ বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের জবি শাখা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে চার দফা দাবিসহ একটি স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপিতে ১০ এপ্রিলের মধ্যে দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ বিষয়ে কাজের অগ্রগতি জানানোর অনুরোধ করা হয়।

কিন্তু ১০ এপ্রিল অতিবাহিত হলেও উল্লেখযোগ্য কোনো দৃশ্যমান অগ্রগতি পরিলক্ষিত হয়নি। এরই পরিপ্রেক্ষিতে বুধবার (১৬ এপ্রিল) উপাচার্যের সঙ্গে আবারো সাক্ষাৎ করবে সংগঠনটির নেতৃবৃন্দ।

১০ এপ্রিল স্মারকলিপি উল্লেখিত দাবিগুলোর হলো- জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন, দ্বিতীয় সমাবর্তন আয়োজন, দ্বিতীয় ক্যাম্পাস ও অস্থায়ী হলের অগ্রগতি সংক্রান্ত তথ্য প্রকাশ এবং শিক্ষার্থীদের আবাসন সুবিধা নিশ্চিতকরণ।

ঢাকা/হাসান/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়