ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

২২ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে পাবিপ্রবিতে ব্যবসা-প্রযুক্তি সম্মেলন

পাবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৭, ১৬ এপ্রিল ২০২৫  
২২ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে পাবিপ্রবিতে ব্যবসা-প্রযুক্তি সম্মেলন

দেশের ২২টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) প্রথমবারের মতো ‘ব্যবসা বিষয়ক উদ্ভাবন, প্রযুক্তি ও টেকসই উন্নয়ন’ বিষয়ক জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) পাবিপ্রবির ব্যবসায় শিক্ষা অনুষদের উদ্যোগে ‘ব্যবসায়িক উদ্ভাবন ও প্রযুক্তির মাধ্যমে টেকসই প্রবৃদ্ধি অর্জন’ প্রতিপাদ্যে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উদ্যোক্তা বিকাশে প্রযুক্তি নির্ভর ধারণা ছড়িয়ে দিতে এবং টেকসই ব্যবসায়িক মডেলের সম্ভাবনা অন্বেষণে এ আয়োজন বিশেষ তাৎপর্য বহন করবে বলে জানান আয়োজকরা।

সম্মেলনে জমা পড়া ৪০টি গবেষণাপত্রের মধ্য থেকে বাছাই করা হয়েছে ২৭টি প্রবন্ধ। এগুলো উপস্থাপন করা হয় হিসাববিজ্ঞান ও তথ্য প্রযুক্তি, অর্থনীতি ও ফাইন্যান্স, ব্যবস্থাপনা-১, ব্যবস্থাপনা-২, মার্কেটিং ও পর্যটন- এ পাঁচটি ট্র্যাকে। 

ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক মো. আমিরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আব্দুল আওয়াল। বিশেষ অতিথি ছিলেন পাবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান।

সম্মেলনে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. নূর উন নবী। শিল্প খাতের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরতে ‘বিজনেস ব্রিলিয়ান্স’ সেগমেন্টে বক্তব্য দেন প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কালাম আজাদ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল বলেন, “আমি উপাচার্য হিসেবে দায়িত্ব নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান ও শিক্ষার্থীদের গবেষণা উন্নয়নের লক্ষ্যে জাতীয় সম্মেলন করার পরিকল্পনা করি। এরই অংশ হিসেবে আজ ব্যবসা শিক্ষা অনুষদ সম্মেলনের আয়োজন করে। পর্যায়ক্রমে মানবিক, প্রকৌশলী, বিজ্ঞান অনুষদে এই কনফারেন্স অনুষ্ঠিত হবে। আমার বিশ্বাস, এই সেশনগুলো শিক্ষার্থীদের জ্ঞান আরোহনের সুযোগ ও নতুন উদ্ভাবনী চিন্তা বাড়াতে সহায়ক হবে।”

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “অর্থ কোন বিষয় নয়, বিষয় হলো উদ্ভাবনী আইডিয়া। ইফেক্টিভ সব আইডিয়া জেনারেট করতে পারলে সফল হওয়া সম্ভব। একটু তাকালেই খুলনার আকিজ উদ্দিনকে দেখো, যার জন্ম খুলনার ফুলতলায়। ব্রিটিশ আমলে সে কলকাতায় চলে যায় চাকরি খুঁজতে। মাত্র ১৬ টাকা নিয়ে সেখানে গিয়ে থাকার কোন জায়গা না পেয়ে শিয়ালদা স্টেশনে থাকতে শুরু করে।”

তিনি আরো বলেন, “আকিজ সাহেব দিনে মাত্র ছয় আনার ছাতু খেয়ে দিন পার করতেন। এভাবেই আস্তে আস্তে ছয় আনার একটা ভ্যারাইটিজ দোকান খুলে বসেন, যেখানে সকল পণ্যের মুল্য ছয় আনা। নাইনটি নাইন শপের মতো তুমুল জনপ্রিয় হয়ে ওঠে আকিজ সাহেবের ছয় আনার দোকান। এভাবে যদি নতুন নতুন আইডিয়া জেনারেট করা যায়, তাহলেই অর্থ কোন ফ্যাক্টর নয়।”

উপাচার্য বলেন, “রাজনৈতিক গতিশীলতা বদলে গেছে। প্রথাগত রাজনীতি ভবিষ্যতে আর কার্যকর হবে না। ভবিষ্যতের রাজনীতি হবে অর্থনীতিকে কেন্দ্র করে। তোমাদের অর্থনৈতিক অবস্থান যত শক্তিশালী হবে, ততই তুমি দেশকে নেতৃত্ব দিতে পারবে। বিশ্বকে শাসন করতে পারবে।”

ঢাকা/আতিক/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়