ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

উচ্চশিক্ষা সহায়তায় ঢাবিতে স্টাডি অ্যাব্রোড এক্সপো

ঢাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৪, ২৭ এপ্রিল ২০২৫  
উচ্চশিক্ষা সহায়তায় ঢাবিতে স্টাডি অ্যাব্রোড এক্সপো

শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষা গ্রহণে সহায়তা প্রদানের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘স্টাডি অ্যাব্রোড এক্সপো ৭.০’ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৭ এপ্রিল) টিএসসিতে ঢাকা ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আরো পড়ুন:

ঢাকা ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাবের সভাপতি ইশতিয়াক শাহরিয়ার অলকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এক্সপো’র উদ্বোধন করেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনসালটেন্সি ফার্ম বাংলায় আইইএলটিএস এর সিইও রাশেদ হোসেন এবং অস্ট্রেলিয়ার লিংকন ইনস্টিটিউট অফ হায়ার অ্যাডুকেশনের অধ্যাপক ড. মো. মাহফুজ আশরাফ।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, “বিশ্ববিদ্যলয়ে আন্তর্জাতিক মানের অনেক শিক্ষক ও শিক্ষার্থী রয়েছেন। বিভিন্ন সীমাবদ্ধতার মধ্যেও আমরা শিক্ষা ও গবেষণার উন্নয়নে কাজ করে যাচ্ছি। আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থানের উন্নতি করতে ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে।”

তিনি বলেন, আমাদের অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষা গ্রহণের লক্ষ্যে প্রতি বছর বিদেশে যায়। এই স্টাডি আব্রোড এক্সপো থেকে শিক্ষার্থীরা উচ্চশিক্ষা গ্রহণের বিভিন্ন বিষয়ে সঠিক দিকনির্দেশনা ও পরামর্শ পাবে এবং উপকৃত হবে বলে আশা করছি।”

অনুষ্ঠানে ক্যারিয়ার ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। বিভিন্ন স্টলে অ্যাডুকেশন কনসালটেন্সি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ব্যক্তিগত পরামর্শ, স্কলারশিপ মূল্যায়ন, অ্যাপ্লিকেশন সহায়তা ও ভিসা প্রক্রিয়াকরণসহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের সহায়তা প্রদান করেন। এছাড়া শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষা গ্রহণে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং ক্যারিয়ার প্ল্যান নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।

ঢাকা/সৌরভ/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়