ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঢাবি উপাচার্যের সঙ্গে আইডিইএ পরিচালকের সাক্ষাৎ

ঢাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৭, ২৮ এপ্রিল ২০২৫  
ঢাবি উপাচার্যের সঙ্গে আইডিইএ পরিচালকের সাক্ষাৎ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন লিনা রিকিলা তামাং। তিনি অস্ট্রেলিয়ান নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেক্টোরাল অ্যাসিস্ট্যান্স (আইডিইএ) এর দক্ষিণ এশিয়াবিষয়ক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সোমবার (২৮ এপ্রিল) ঢাবি উপাচর্যের নিজ কার্যালয়ে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়েছে।

আরো পড়ুন:

সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। বিশেষ করে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকার কথা তুলে ধরেন লিনা রিকিলা তামাং।

তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আইডিইএ একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করতে চায়। এর মাধ্যমে শিক্ষার্থীরা গণতান্ত্রিক ব্যবস্থা সম্পর্কে আরো স্পষ্ট ধারণা পাবে।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ঢাবিতে গণতান্ত্রিক চর্চা, গণতন্ত্র প্রতিষ্ঠায় বিশ্ববিদ্যালয়ের ভূমিকা ও ডেমোক্রেসি ল্যাব সম্পর্কে আইডিইএ এর পরিচালককে অবহিত করেন। একইসঙ্গে ঢাবির সঙ্গে এমওইউ করার আগ্রহকে উপাচার্য স্বাগত জানান।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়