ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জবিতে জুলাই আন্দোলনে হামলাকারীদের তথ্য চেয়ে গণবিজ্ঞপ্তি

জবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫০, ২৮ এপ্রিল ২০২৫  
জবিতে জুলাই আন্দোলনে হামলাকারীদের তথ্য চেয়ে গণবিজ্ঞপ্তি

জুলাই ২০২৪-এর বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে সংঘটিত বেআইনি ও সহিংস ঘটনায় জড়িত শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের তথ্য চেয়ে গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর হতে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য চেয়েছে জবি প্রশাসন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বছর ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সংঘটিত ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আগামী ৭ কার্যদিবসের মধ্যে অভিযোগকারীর তথ্য, অভিযোগ ও অভিযুক্তের বিস্তারিত বিবরণ এবং প্রমাণসহ সিলগালা খামে জমা দিতে অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে অভিযোগকারীর পরিচয় কঠোর গোপনীয়তার সঙ্গে সংরক্ষণ করার আশ্বাস দেওয়া হয়েছে।

এ ঘটনার তদন্তের জন্য বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়াকে আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

অধ্যাপক মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া বলেন, “আমরা বড় পরিসরে তদন্ত কার্যক্রম শুরু করেছি। বিভাগ, দপ্তর, ইনস্টিটিউট ও সংশ্লিষ্টদের কাছ থেকে সিলগালা খামে তথ্য আহ্বান করা হয়েছে। প্রাথমিক কিছু অভিযোগ এসেছে, সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। পরে শুনানি ও সাক্ষাৎকারের মাধ্যমে তদন্ত কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।”

ঢাকা/লিমন/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়