ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ভারত-পাকিস্তান ফাইনালে আম্পায়ার থাকছেন যারা

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৫, ১৬ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভারত-পাকিস্তান ফাইনালে আম্পায়ার থাকছেন যারা

গ্রুপ পর্বের পর চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালেও মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান

ক্রীড়া প্রতিবেদক : চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালের ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

রোববার লন্ডনের কেনিংটন ওভালে ভারত-পাকিস্তান ফাইনালে অন ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন দক্ষিণ আফ্রিকার মারাইস এরাসমাস ও  ইংল্যান্ডের রিচার্ড কেটেলবরো।

তৃতীয় আম্পায়ারের দায়িত্ব পালন করবেন অস্ট্রেলিয়ার রড টাকার। চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা। আর ম্যাচ রেফারি ডেভিড বুন।

ঐতিহাসিক ওভালে ভারত-পাকিস্তান ফাইনাল শুরু হবে বাংলাদেশ সময় রোববার বিকেল সাড়ে ৩টায়। এই প্রথম আইসিসির ৫০ ওভারের কোনো টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। দুই দল সর্বশেষ ফাইনালে মুখোমুখি হয়েছিল ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে।




রাইজিংবিডি/ঢাকা/১৬ জুন ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়