উখিয়ায় বিদেশি পিস্তলসহ রোহিঙ্গা যুবক আটক
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কক্সবাজারে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা।
বুধবার (১৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার বালুখালী-৮ ওয়েস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লক থেকে পিস্তলসহ সৈয়দ আলম ওরফে আব্বাস (৩৭) নামে ওই যুবককে আটক করা হয়।
১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক সৈয়দ আলম ওরফে আব্বাস ওই ক্যাম্পের ডি-ব্লকের কালা মিয়ার ছেলে।
অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ইকবাল বলেন, বুধবার ভোরে উখিয়ার বালুখালী-৮ ওয়েস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকে কতিপয় সশস্ত্র লোকজন অপরাধ সংঘটনের উদ্দেশে জড়ো হয়েছে খবরে এপিবিএন পুলিশের একটি দল অভিযান চালায়। ঘটনাস্থলে পৌঁছালে এপিবিএন সদস্যদের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা তিনজন পালিয়ে যাওয়ার চেষ্টাকালে একজনকে আটক করা হয়। পরে তাকে তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও ৫টি গুলি উদ্ধার করা হয়।
আটক সৈয়দ আলম ওরফে আব্বাসের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
তারেকুর/ইমন