ঢাকা     বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৬ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের বগি লাইনচ্যুত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৬, ২০ নভেম্বর ২০২৪  
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের বগি লাইনচ্যুত

ঢাকাগামী মালবাহী ট্রেনের একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়

ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রেনের একটি বগির দুইটি চাকা লাইনচ্যুত হয়েছে। এতে আপলাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এছাড়া বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে রয়েছে। 

বুধবার (২০ নভেম্বর) বেলা পৌনে ১২টায় সদর উপজেলার কালীসীমার ছোটহরণ এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেলপথে এ ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. জসিম উদ্দিন বলেন, “দুপুরে ঢাকাগামী মালবাহী ট্রেনটির একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। তবে এক লাইনে ট্রেন চলাচল বিলম্বে চলাচল করছে।”

তিনিস আরও বলেন,“খবর পেয়ে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। উদ্ধারকাজ শেষ হলে পুনরায় আপলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।”

ঢাকা/রুবেল/সনি


সর্বশেষ

পাঠকপ্রিয়