ঢাকা     বুধবার   ২৯ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১৫ ১৪৩১

সাফজয়ী তিন কন্যাকে ২৩ নভেম্বর পাহাড়ে সংবর্ধনা

রাঙামাটি সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৬, ২০ নভেম্বর ২০২৪  
সাফজয়ী তিন কন্যাকে ২৩ নভেম্বর পাহাড়ে সংবর্ধনা

সাফজয়ী পাহাড়ের তিন কন্যা বাঁ থেকে মনিকা চাকমা, রূপনা চাকমা ও ঋতুপর্ণা চাকমা

সাফজয়ী পাহাড়ের তিন কন্যা রূপনা চাকমা, ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমা ফিরছেন তাদের নিজেদের গ্রামের বাড়িতে। পাহাড়ি তিন কন্যাকে উষ্ণ অভ্যর্থনা জানাতে প্রস্তুতি নিচ্ছেন রাঙামাটি জেলা প্রশাসন। 

আগামী ২৩ নভেম্বর রাঙামাটিতে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে কৃতী তিন কন্যাকে সাদরে বরণ ও সংবর্ধনা প্রদান করা হবে। এ সময় তাদেরকে শোভাযাত্রার মাধ্যমে বরণ করে পুরো রাঙামাটি শহর প্রদক্ষিণের ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে রাঙামাটি চিং হ্লা মং মারী স্টেডিয়ামে সংবর্ধনা প্রদান করা হবে।

রাঙামাটি জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান বলেন, “দেশের জন্য সম্মান বয়ে আনা পাহাড়ের তিন কন্যাকে আমরা সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নিয়েছি। ২৩ নভেম্বর সকালে ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে তিনটি ট্রাকে তাদেরকে নিয়ে রাঙামাটি শহরে রওনা হবে। শতাধিক মোটরসাইকেলও থাকবে এই শোভাযাত্রায়। শোভাযাত্রাটি রাঙামাটি শহর প্রবেশ করে পুরো শহর চক্কর দিয়ে মারী স্টেডিয়ামে সংবর্ধনা স্থলে যোগ দিবে। সংবর্ধনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হবে।”

প্রসঙ্গত, এবারের সাফ টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন রাঙামাটির কাউখালীর মেয়ে ঋতুপর্ণা চাকমা, টুর্নামেন্টে সেরা গোলকিপার নির্বাচিত হন রাঙাামাটির নানিয়ারচর উপজেলার মেয়ে রূপনা চাকমা। এই দলের সদস্য মনিকা চাকমার বাড়িও খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায়।

তিনজনই ঘাগড়া উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা ও খেলাধুলা করে এবং পরবর্তীতে জাতীয় দলে সুযোগ পেয়েছেন।

ঢাকা/শংকর/সনি


সর্বশেষ

পাঠকপ্রিয়