ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

নৌকাবাইচ দিয়ে শুরু হলো বান্দরবানের ক্রীড়া মেলা 

বান্দরবান প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৯, ২৩ নভেম্বর ২০২৪  
নৌকাবাইচ দিয়ে শুরু হলো বান্দরবানের ক্রীড়া মেলা 

বান্দরবানের সাঙ্গু নদে নৌকাবাইচ প্রতিযোগিতার মধ্যে দিয়ে শুরু হয়েছে সপ্তাহব্যাপী ক্রীড়া মেলা। নৌকা বাইচ উপভোগে সাঙ্গুর দুই পাশে ঢল নামে মানুষের। আশপাশের বাড়ির ছাদ ও জানালা, অনেকে রেলিংয়ে উঠে এ নৌকাবাইচ প্রতিযোগিতা উপভোগ করেন। 

এই নৌকা বাইচে অংশ নিয়েছে নারী-পুরুষের ১৮টি দল। এর মধ্যে নারী দল ৭টি। এতে পুরুষ দলে প্রথম স্থান অধিকার করেছেন কালাঘাটা দুর্গা মন্দির দল ও নারী দলে প্রথম স্থান অধিকার করেছে মারমা বাজার দল। 

অনুষ্ঠানে আনন্দের মাত্রা বাড়িয়ে দেয় পাহাড়ের বম ও মার্মা জনগোষ্ঠীর নৃত্য। 

শনিবার (২৩ নভেম্বর) বেলা ১১ টায় বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদের উদ্যোগে এই নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নৌকাবাইচ প্রতিযোগিতার মধ্যে দিয়ে শুরু হওয়া ক্রীড়া মেলা চলতি মাসের আগামী ৩০ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে অতিথিরা জানান, বান্দরবানের নৌকাবাইচ প্রতিযোগিতার মধ্য দিয়ে ক্রীড়া মেলা শুরু হয়েছে। এই ক্রীড়া মেলা স্থানীয়দের ক্রীড়াঙ্গনে উন্নয়ন ও নবীণ খেলোয়াড়দের উৎসাহিত করবে। নিয়মিত ক্রীড়া চর্চাসহ পর্যটন শহরকে ক্রীড়া ও বিনোদনে সমৃদ্ধ করবে। ক্রীড়ার মাধ্যমে সকল জাতি ও জনগোষ্ঠীর মানুষকে এক কাতারে আনা যায় এবং সম্প্রীতির বন্ধন সমৃদ্ধ হয়। এ জেলা থেকেই দেশে ও বিশ্বে ক্রীড়াঙ্গনে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন।

সপ্তাহব্যাপী ক্রীড়া মেলায় সাঙ্গু নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচ ছাড়াও রাজার মাঠে ফুটবল, বলিখেলা, কাবাডি, তৈলাক্ত বাঁশে আরোহন, মহিলাদের এ্যাথলেটিক্স, ঈদগাহ মাঠে একদিনের প্রীতি ক্রিকেট ম্যাচ, জিমনেসিয়ামে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ও টেবিল টেনিসসহ ৯টি খেলার ইভেন্ট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আয়োজক কমিটি।

অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি ছিলেন বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, বান্দরবান সদর জোনের জোন কমান্ডার লে. কর্ণেল এএসএম মাহমুদুল হাসান, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট উবাথোয়াই মার্মা ও আবুল কালাম আজাদ। 

ঢাকা/চাই মং/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়