ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

গণঅভ্যুত্থানে হতাহতদের স্মরণে লক্ষ্মীপুরে সভা

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৮, ২৬ নভেম্বর ২০২৪  
গণঅভ্যুত্থানে হতাহতদের স্মরণে লক্ষ্মীপুরে সভা

লক্ষ্মীপুরে গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের সদস্যদের নিয়ে স্মরণ সভা

লক্ষ্মীপুরে গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণে পরিবারের সদস্যদের নিয়ে স্মরণ সভা করা হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসনের ব্যানারে সদর উপজেলা পরিষদ হলরুমে এ আয়োজন করা হয়।

স্মরণসভায় ৪ আগস্ট যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীদের গুলিতে নিহত সাদ আল আফনান, সাব্বির হোসেন ও কাউছার হোসেনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া খালেদ মাহমুদ সুজনসহ অন্য আহতরাসহ তাদের স্বজনরা ছিলেন।

জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার এবি ছিদ্দিক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রিয়াংকা দত্ত, অতিরিক্ত জেলা প্রশাসক জেপি দেওয়ান, জেলা সিভিল সার্জন আহমেদ কবির, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, জেলা জামায়াতের আমীর এস ইউ এম রুহুল আমিন ভূঁইয়া, ছাত্র সমন্বয়ক আরমান হোসেন, সারোয়ার হোসেন ও বায়েজিদ হোসেন। এ সময় শহীদ পরিবারের সদস্যরাও বক্তব্য রাখেন।

ছাত্র সমন্বয়করাসহ শহীদদের পরিবারের সদস্যরা বক্তব্যে আহতদের দ্রুত সুচিকিৎসা নিশ্চিত করা, শহীদ ও আহতদের পরিবারের নিরাপত্তা নিশ্চিতসহ ৪ আগস্ট গণভ্যুত্থানে আন্দোলকারীদের ওপর গুলি বর্ষণকারীদের দ্রুত গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর আগের স্পিড নিয়ে প্রশ্ন তোলেন।

পরে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতারা তাদের দাবির সঙ্গে সহমত পোষণ করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। 

ঢাকা/লিটন/বকুল


সর্বশেষ

পাঠকপ্রিয়