ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

জমি নিয়ে বিরোধে হত্যার অভিযোগ 

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৪, ৬ ডিসেম্বর ২০২৪  
জমি নিয়ে বিরোধে হত্যার অভিযোগ 

নোয়াখালীর বেগমগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে এক ব্যাক্তিকে মারধর করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বেগমঞ্জ থানার ওসি মো. লিটন দেওয়ান বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”     

শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাঁশতলা এলাকায় ঘটনাটি ঘটে।

আরো পড়ুন:

নিহত নুরুল হক বাবুল (৬০) উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মৃত আনোয়ার উল্যার ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।  

নিহতের ছেলে নুরুল আমিন স্বপন বলেন, “আমাদের বাড়ির সামনের ৩৩ শতাংশ জায়গা নিয়ে প্রতিবেশী মু্ন্নার সঙ্গে বিরোধ চলছিলে। কিছুদিন আগে সালিশ বৈঠকে বিষয়টি মীমাংসা হয়। সালিশে ৩৩ শতাংশ জায়গার মধ্যে আমাদের ১০ শতাংশ জায়গা দেওয়া হয়। বাকি ২৩ শতাংশ জায়গা মুন্নাকে দেওয়া হয়। এখন মুন্না বলেন, তিনি সালিশ বৈঠকের সিন্ধান্ত মানেন না।” 

তিনি আরো বলেন, “আজ মুন্না আমাদের সামনের অংশের জায়গা দখল করে দেয়াল নির্মাণ শুরু করেন। খবর পেয়ে বাবা এবং আমি ঘটনাস্থলে যাই। সেখানে আমাকে আটকে রেখে মুন্না ও তার সহযোগিরা আমার বাবাকে মারধর করে। এসময় বাবা জ্ঞান হারান। পরে এলাকাবাসী বাবাকে উদ্ধার করে চৌমুহনী প্রাইম হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আমার বাবাকে মৃত ঘোষণা করেন।”  

ঢাকা/সুজন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়