ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় বিদুৎস্পর্শে শ্রমিকের মৃত্যু 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৭, ২৩ ডিসেম্বর ২০২৪  
ব্রাহ্মণবাড়িয়ায় বিদুৎস্পর্শে শ্রমিকের মৃত্যু 

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নির্মাণাধীন সেতুর পাইলিংয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নজরুল ইসলাম (২৭) নামের এক শ্রমিক মারা গেছেন।

সোমবার (২৩ ডিসেম্বর) নাসিরনগর উপজেলার বুড়িশ্বর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম গাইবান্ধার সাঘাটা উপজেলার পাখিমারা গ্রামের নুরুল ইসলামের ছেলে।

নসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, সেতুর পাইলিংয়ের কাজ করার সময় বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে মাটিতে লুটিয়ে পড়েন নজরুল। সহকর্মীরা তাকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দুপুরের দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

ঢাকা/মাইনুদ্দীন/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়