ঢাকা     মঙ্গলবার   ০১ এপ্রিল ২০২৫ ||  চৈত্র ১৮ ১৪৩১

চট্টগ্রামে বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৩০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৯, ২৭ মার্চ ২০২৫  
চট্টগ্রামে বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৩০ হাজার টাকা জরিমানা

অতিরিক্ত ভাড়া আদায় করায় তিন বাসে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

চট্টগ্রাম নগরী থেকে ঈদযাত্রায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে এবং যাত্রীদের যাত্রা নিরাপদ করতে অভিযান শুরু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বুধবার (২৬ মার্চ) বিকেল থেকে নগরীর দামপাড়া, অলংকার, একে খান, কর্নেল হাটসহ দূরপাল্লার বাসস্টেশন ও বাস কাউন্টারে অভিযান শুরু হয়েছে। প্রথম দিনে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 

অভিযান পরিচালনাকারী চট্টগ্রামের বিআরটিএ’র আদালত-১১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকারিয়া জানান, যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে এবং যাত্রীদের কাছ থেকে যাতে অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে, সেই ব্যাপারে কঠোর অবস্থানে থেকে অভিযান শুরু করেছে বিআরটিএ।

বুধবার (২৬ মার্চ) অভিযানের প্রথম দিনে অলংকার মোড়ে বাঁধন পরিবহনকে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একে খান স্টেশনে শাহী পরিবহন ও জোনাকি পরিবহনকে ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরো পড়ুন:

অভিযানে থাকা চট্টগ্রাম বিভাগের বিআরটিএ’র পরিচালক মাসুদ আলম বলেন, ‘‘ঈদযাত্রার প্রতিদিন অভিযান অব্যাহত থাকবে। যাত্রীরা যাতে হয়রানির শিকার না হয় এবং কাউকে যেন নির্ধারিত ভাড়ার অতিরিক্ত দিতে না হয়, সেই ব্যাপারে আমরা কঠোর অবস্থানে রয়েছি।’’

অভিযানে উপস্থিত ছিলেন বিআরটিএ’র সহকারী পরিচালক ওমর ফারুক, সিএমপির ট্রাফিক ইন্সপেক্টর মো. মনির। অভিযানে সহায়তা দিচ্ছে চট্টগ্রাম মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ।

ঢাকা/রেজাউল/বকুল


সর্বশেষ

পাঠকপ্রিয়