ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

লক্ষ্মীপুরে ৫ সাবেক জনপ্রতিনিধি গ্রেপ্তার

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৪, ১৯ এপ্রিল ২০২৫  
লক্ষ্মীপুরে ৫ সাবেক জনপ্রতিনিধি গ্রেপ্তার

লক্ষ্মীপুরে আওয়ামী লীগের ৪ জনপ্রতিনিধিসহ ৫ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ ও কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন, দক্ষিণ হামছাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর শাহ আলম, লক্ষ্মীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর কামাল উদ্দিন খোকন, কমলনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, তেওয়ারীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দিন চৌধুরী এবং ভবানীগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়র্ডের সদস্য (মেম্বার) ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নাজমুল হাসান পলাশ। তাদের স্ব স্ব এলাকা থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে পুলিশ।

আরো পড়ুন:

গ্রেপ্তার শাহ আলম দক্ষিণ হামছাদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাগর কমলনগর উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক। এছাড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর খোকন পৌর আওয়ামী লীগের সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি।

কমলনগর থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, সদর থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলায় সাগরকে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলার চরমার্টিন ইউনিয়নের চৌধুরী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  

সদর মডেল থানার ওসি আব্দুল মোন্নাফ বলেন, চার জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কাকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে, তা জানাতে পারেননি তিনি। 

ঢাকা/লিটন/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়