ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অনশনে অসুস্থ চবির ২ শিক্ষার্থী

চবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২১, ২২ এপ্রিল ২০২৫  
অনশনে অসুস্থ চবির ২ শিক্ষার্থী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা ইনস্টিটিউটকে মূল ক্যাম্পাসে ফেরানোর দাবিতে অনশনকারীদের মধ্যে দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ছেন। 

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল ৪টার দিকে অসুস্থদের চিকিৎসা প্রদান করা হয়েছে।

আরো পড়ুন:

অসুস্থ শিক্ষার্থীরা হলেন- ইনস্টিটিউটের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ইসরাত জাহান এবং ২০২৩-২৫ শিক্ষাবর্ষের মাহমুদুল হাসান মিনহাজ।

চবি মেডিকেল সেন্টারের চিফ মেডিকেল অফিসার ডা. আবু তৈয়ব বলেন, “দীর্ঘক্ষণ ধরে অভুক্ত থাকায় তাদের দেহে সুগার কমে গেছে। এজন্য দুইজনকে স্যালাইন দেওয়া হয়েছে। তবে এ পর্যন্ত বড় ধরনের কোন সমস্যা হয়নি।”

এর আগে, গতকাল সোমবার (২১ এপ্রিল) সাড়ে ৩ টায় আমরণ অনশন কর্মসূচি শুরু করেন ইনস্টিটিউটটির নয় শিক্ষার্থী।

তারা হলেন, ২০২১-২২ শিক্ষাবর্ষের শাহরিয়ার হাসান সোহেল, ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মাসরুল আল ফাহিম, ২০২২-২৩ শিক্ষাবর্ষের ইসরাত জাহান ইয়ামিন, একই শিক্ষাবর্ষের মালিহা চৌধুরী, ইসরাত জাহান, নুসরাত জাহান ইপা, ২০১৯-২০ শিক্ষাবর্ষের নূর ইকবাল সানি, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের তরিকুল ইসলাম মাহী এবং একই শিক্ষাবর্ষের মাহমুদুল হাসান মিনহাজ।

ঢাকা/মিজান/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়