ঢাকা     বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৭ ১৪৩১

কেড়াগাছী সীমান্তে বিএসএফের গুলিবর্ষণ, বিজিবির প্রতিবাদ

এম.শাহীন গোলদার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫১, ২৩ মে ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কেড়াগাছী সীমান্তে বিএসএফের গুলিবর্ষণ, বিজিবির প্রতিবাদ

ফাইল ফটো

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কেড়াগাছী সীমান্তে চোরাচালানীদের লক্ষ্য করে গুলি ছুড়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

 

শনিবার সকালে এই ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এই ঘটনায় প্রতিবাদ লিপি পাঠিয়েছে।

 

বিজিবি কেড়াগাছী বিওপি কমান্ডার সুবেদার আব্দুর রব রাইজিংবিডিকে জানান, সোনাই নদী এলাকায় নোম্যান্স ল্যান্ডে বিএসএফ দুই রাউন্ড গুলি বর্ষণ করে। এ ঘটনায় পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিজিবির পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছে।

 

 

রাইজিংবিডি/সাতক্ষীরা/২৩ মে ২০১৫/এম.শাহীন গোলদার/রুহুল

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়