ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

থাইল্যান্ড থেকে ফিরল ৪৭ বাংলাদেশি

রবিউল হক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৬, ১৫ জুন ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
থাইল্যান্ড থেকে ফিরল ৪৭ বাংলাদেশি

ফাইল ফটো

কূটনৈতিক প্রতিবেদক : পাচারের শিকার ৪৭ বাংলাদেশিকে আজ থাইল্যান্ড থেকে ফেরত আনা হয়েছে। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে তারা ঢাকায় পৌঁছেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

যাদের ফেরত আনা হয়েছে তাদের মধ্যে ১০ জন যশোরের, ৯ জন সিরাজগঞ্জের, ৯ জন সুনামগঞ্জের এবং ৬ জন ঝিনাইদহের। অন্যরা নরসিংদী, মেহেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর ও বগুড়ার বাসিন্দা।

উদ্ধারকৃত এসব বাংলাদেশি বিভিন্ন সময় পাচারের শিকার হয়ে সমুদ্রপথে থাইল্যান্ডে পৌঁছান। সেখান থেকে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হলো। তাদের ফিরিয়ে আনার সব খরচ বাংলাদেশ সরকার বহন করেছে।

উল্লেখ্য, ২০১৩ সাল থেকে এ পর্যন্ত ৮৭২ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। থাইল্যান্ডের নিরাপত্তা বাহিনীর তাদের উদ্ধার করে।

 

 



রাইজিংবিডি/ঢাকা/১৫ জুন ২০১৫/রবিউল হক/রফিক/কমল কর্মকার

 

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়