ঢাকা     মঙ্গলবার   ১৮ মার্চ ২০২৫ ||  চৈত্র ৫ ১৪৩১

ফেডারেশন কাপ রাগবি প্রতিযোগিতা বৃহস্পতিবার শুরু

আমিনুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৭, ৯ জুন ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফেডারেশন কাপ রাগবি প্রতিযোগিতা বৃহস্পতিবার শুরু

সংবাদ সম্মেলনে উপস্থিত অতিথিবৃন্দ

ক্রীড়া প্রতিবেদক : ‘ডায়মন্ড মেলামাইন ফেডারেশন কাপ রাগবি প্রতিযোগিতা-২০১৫’  আগামী ১১ই জুন থেকে ঢাকার পল্টন ময়দান মাঠে অনুষ্ঠিত হবে।

 

এবারের এই প্রতিযোগিতায় দুটি গ্রুপে ৬টি দল অংশগ্রহণ করছে। দলগুলি হল- বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ এ্যামেচার রাগবি ক্লাব, মাদারটেক রাগবি ক্লাব, ফ্লেইম বয়েজ রাগবি ক্লাব, মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থা এবং কাঞ্চন রাগবী ওয়ারিয়র্স।

 

এ উপলক্ষ্যে আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও জাতীয় ক্রীড়া পরিষদের (চেয়ারম্যানের একান্ত সচিব) রশিদুজ্জামান সেরনিয়াবাত। পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ডায়মন্ড মেলামাইন ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ম্যানেজার (মার্কেটিং) কাজী মোহাম্মদ আবু সালেহ। বাংলাদেশ রাগবি ফেডারেশন (ইউনিয়ন) এর সাধারণ সম্পাদক মৌসুম আলী, যুগ্ম সম্পাদক সাঈদ আহমেদ এবং টুর্নামেন্ট কমিটির সম্পাদক দীন ইসলামসহ ফেডারেশনের সদস্য পারভীন পুতুল এবং মো. সিরাজুল ইসলাম।

 

উদ্বোধনী অনুষ্ঠান আগামী ১১ই জুন বিকাল ৩.৪৫ টায় পল্টন ময়দান মাঠে অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করবেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব অশোক কুমার বিশ্বাস। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ডায়মন্ড মেলামাইন ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর চেয়ারম্যান মো. মোক্তার হোসেন।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৯ জুন ২০১৫/আমিনুল

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়