সিপিবি-বাসদের বিক্ষোভ বুধবার
মামুন || রাইজিংবিডি.কম
অর্থনৈতিক প্রতিবেদক : রমজান শুরুর আগেই দ্রব্যমূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধির প্রতিবাদে আগামী ১৭ জুন বুধবার ঢাকায় বিক্ষোভ করবে সিপিবি-বাসদ।
সোমবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান এক যৌথ বিবৃতিতে এ কর্মসূচির ঘোষণা দেন।
বিবৃতিতে তারা বলেন, প্রতি ঈদের আগেই দ্রব্যমূল্য বৃদ্ধি একটা নিয়মিত সাধারণ বিষয়ে পরিণত হয়েছে। দ্রব্যমূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধির ফলে রমজানে সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র খেটে খাওয়া গরিব, নিম্নবিত্ত, মধ্যবিত্ত মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যায়।
নেতারা আরো বলেন, অসাধু ব্যবসায়ীদের অতিমুনাফার জন্য দ্রব্যমূল্য বৃদ্ধির পাশাপাশি খাদ্যে ভেজালের পরিমাণও এই সময় বাড়তে থাকে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও খাদ্যে ভেজাল ঠেকাতে সরকারের যেন কোনো ভূমিকা নেই।
অসাধু সিন্ডিকেটের কাছে সরকার সব সময় জিম্মি থাকে অভিযোগ করে তারা বলেন, সরকার তাদের কাছে জিম্মি থাকতে পছন্দ করে। সাধারণ মানুষের প্রতি সরকারের যেন কোন দায় নেই। এই অবস্থা চলতে পারে না। এবার রমজান শুরু হওয়ার আগেই দ্রব্যমূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি করা হয়েছে। দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়টি আসলে অসাধু সিন্ডিকেট ও সরকারের বোঝাপড়ার ফল ছাড়া কিছুই নয় বলে অভিযোগ নেতাদের।
রাইজিংবিডি/ঢাকা/১৫ জুন ২০১৫/মামুন/নওশের
রাইজিংবিডি.কম