প্রবাসীদের এমআরপি পাসপোর্ট দিতে নিউইয়র্কে ওয়ার্ক স্টেশন
রবিউল হক || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
কূটনৈতিক প্রতিবেদক : নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে চালু হয়েছে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) এবং মেশিন রিডেবল ভিসার (এমআরভি) জন্য দুটি ভ্রাম্যমাণ ওয়ার্ক স্টেশন। সম্প্রতি কনসাল জেনারেল মো. শামীম আহসান আনুষ্ঠানিকভাবে নতুন এই ওয়ার্ক স্টেশন দুটি উদ্বোধন করেন।
প্রসঙ্গত, দুটি ভ্রাম্যমান ইউনিটের সংযোজন কনস্যুলেটের আওতাধীন দূরবর্তী এলাকায় (কানেকটিকাট, মেইন, ম্যাসাচুসেটস, নিউ হ্যাম্পশায়ার, নিউজার্সি, রোড আইল্যান্ড ও ভারমন্ট) মেশিন রিডেবল পাসপোর্ট পাবার ক্ষেত্রে অত্যন্ত সহায়ক হবে।
এখন থেকে এসব দূরবর্তী অঞ্চলে বসবাসরত বাংলাদেশিরা এমআরপি পাসপোর্টের জন্য ভ্রাম্যমাণ কনস্যুলার টিমের কাছে ডিজিটাল ফটো ও ফিঙ্গার প্রিন্ট দিতে পারবেন। শিগগিরই এ ধরনের আরো কয়েকটি ওয়ার্ক স্টেশন সংযুক্ত করা হবে বলে কনসাল জেনারেল শামীম আহসান জানান।
রাইজিংবিডি/ঢাকা/২৫ মে ২০১৫/রবিউল হক/নওশের
রাইজিংবিডি.কম