ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

সিলেটে ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে যৌথ অভিযান

কামাল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৫, ২৭ মে ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিলেটে ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে যৌথ অভিযান

রিকশা থেকে ব্যাটারি খুলে নেওয়া হচ্ছে

নিজস্ব প্রতিবেদক, সিলেট: সিলেট মহানগরীতে ব্যাটারিচালিত অবৈধ রিকশার বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়েছে সিলেট সিটি করপোরেশন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন। বুধবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ অভিযান চলে।

 

বুধবার বিকাল ৩টা থেকে মহানগরীর সুরমা মার্কেট পয়েন্ট থেকে ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে অভিযান শুরু হয়। সন্ধ্যা ৭টা পর্যন্ত চলা অভিযানে অভিযানে ২৮টি রিকশার ব্যাটারি জব্দ এবং ৭ রিকশাচালককে ১০০ টাকা করে জরিমানা করা হয়।

 

অভিযানকালে সিলেট সিটি করপোরেশনের সচিব রেজাই রাফিন সরকার, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল ইসলাম চৌধুরী, সিটি করপোরেশনের লাইসেন্স অফিসার চন্দন দাশ এবং সিলেট মহানগর পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সিলেট সিটি করপোরেশনের সচিব রেজাই রাফিন সরকার জানান, অভিযান অব্যাহত থাকবে।

 

 

 

রাইজিংবিডি/সিলেট/২৭ মে ২০১৫/কামাল/রিশিত

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়