আন্তঃজেলা কাবাডির চূড়ান্তপর্ব শুরু
আমিনুল || রাইজিংবিডি.কম

ম্যাচের একটি দৃশ্য
ক্রীড়া প্রতিবেদক : আজ সকাল থেকে কাবাডি স্টেডিয়ামে শুরু হয়েছে আন্তঃজেলা ও জাতীয় কাবাডি প্রতিযোগিতা ২০১৫ এর আঞ্চলিক পর্বের চূড়ান্ত খেলা।
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ এডিবল ওয়েল লিমিটেড (বিইওএল) এর পৃষ্ঠপোষকতায় ‘মিজান ফর্টিফাইড পাম অলিন আন্তঃজেলা ও জাতীয় কাবাডি প্রতিযোগিতা ২০১৫’ এর ৬ টি ভেন্যুর আঞ্চলিক পর্বের চ্যাম্পিয়ন দল এবং ঢাকা ভেন্যুর চ্যাম্পিয়ন ও রানার আপ দলসহ মোট ৮ টি দল এই পর্বে লড়াই করে।
সকালে প্রথম খেলায় সাতক্ষীরা জেলা ২টি লোনাসহ ৩২-১৭ পয়েন্টে টাঙ্গাইল জেলাকে পরাজিত করে। দ্বিতীয় খেলায় যশোর জেলা ১টি লোনাসহ ২৭-২৩ পয়েন্টে কুমিল্লা জেলাকে পরাজিত করে। দিনের তৃতীয় খেলায় সিলেট জেলা ২টি লোনাসহ ৩২-১৭ পয়েন্টে রাজশাহী জেলাকে পরাজিত করে। চতুর্থ খেলায় ঢাকা জেলা ১টি লোনাসহ ১৯-১৭ পয়েন্টে দিনাজপুর জেলাকে হারায়। আর পঞ্চম খেলায় সিলেট জেলা ১টি লোনাসহ ২৭-২৬ পয়েন্টে দিনাজপুর জেলাকে পরাজিত করে।
রাইজিংবিডি/ঢাকা/৯ জুন ২০১৫/আমিনুল
রাইজিংবিডি.কম