ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

বিশ্বকাপ জয়ের পথে পাকিস্তান!

মো. নুরুল আমিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:১৮, ২৬ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিশ্বকাপ জয়ের পথে পাকিস্তান!

ক্রীড়া ডেস্ক : চলতি বিশ্বকাপের শুরু থেকেই ধুঁকছে পাকিস্তান। ছয় ম্যাচে মাত্র দুই জয়ে পয়েন্ট তালিকায় সাতে অবস্থান করছে সরফরাজের আহমেদের দল।

চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হারের পর সমালোচনার তীর ধেয়ে আসছে চারদিক থেকে। বাকি সব ম্যাচ শুধু জিতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর হারের দিকে। সব মিলিয়ে বেশ বেকায়দায় আছে পাকিস্তান। কিন্তু অতীত ইতিহাস বলছে অন্য কথা! ১৯৯২ বিশ্বকাপের সাথে কাকতালীয় সব মিল দেখে মনে হতে পারে সরফরাজদের এই হতাশাজনক পারফরম্যান্সই যেন পাকিস্তানের জন্য এবার শাপে বর। কারন হুবহু একইরকম প্রথম ছয় ম্যাচের পরও যে সেবার শিরোপা ঘরে তুলেছিল ইমরান খানের পাকিস্তান।

চলুন দেখে নেই ১৯৯২ ও ২০১৯ বিশ্বকাপে পাকিস্তান দলের চোখ কপালে তুলে দেয়া সেসব সাদৃশ্য

টুর্নামেন্টের ফরম্যাট

১৯৯২ বিশ্বকাপও এবারের মত রাউন্ড রবিন পদ্ধতিতে হয়েছিল। গ্রুপ পর্বে অংশগ্রহনকারী নয় দলের সবাই সবার বিপক্ষে একটি করে ম্যাচ খেলে সেমিফাইনালে উন্নীত হয় সেরা চার দল। এবারের ফরম্যাট ও একই শুধুমাত্র দলের সংখ্যা একটি বেড়ে দশ।

প্লেয়িং কন্ডিশন

সেবারই প্রথম দুই প্রান্ত থেকে দুটি নতুন বলে খেলার প্রচলন করা হয়, এবারো তাই।

পাকিস্তানের ফলাফলের ধারাবাহিকতা

সেবার প্রথম ম্যাচে পাকিস্তান হেরে যায় ওয়েস্ট ইন্ডিজের কাছে, এবারো একই অবস্থা।

ম্যাচ নং

১৯৯২

২০১৯

হার

হার

জয়

জয়

পরিত্যক্ত

পরিত্যক্ত

হার

হার

হার

হার

জয়

জয়

সপ্তম ম্যাচের প্রতিপক্ষ

১৯৯২ বিশ্বকাপে সপ্তম ম্যাচে অপরাজিত নিউজিল্যান্ডকে হারিয়েই সেমি নিশ্চিত করে পাকিস্তান। এবারো প্রতিপক্ষ একই দল এবং এবারো তারা অপরাজিত। যদিও দশ দলের এবারের টুর্নামেন্টে জিতলে সেমি নিশ্চিত বলা যাবে না।

হক পরিবারের সদস্য

১৯৯২ বিশ্বকাপে পাকিস্তানের গুরুত্বপুর্ন সদস্য ছিলেন ইনজামাম উল হক। এবার দলে আছেন তার ভাতিজা ইমাম উল হক।

ম্যান অফ দ্যা ম্যাচ/সোহেল

সেবার ষষ্ঠ ম্যাচে ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছিলেন বাঁহাতি ব্যাটসম্যান আমির সোহেল। এবার ষষ্ঠ ম্যাচে ম্যান অফ দ্যা ম্যাচ আরেক সোহেল, তবে এবার আমির নয় হারিস সোহেল।

 

 

আগের বারের বিশ্বচ্যাম্পিয়ন

১৯৯২ বিশ্বকাপের আগের দুই আসর ১৯৮৩ ও ১৯৮৭ সালে শিরোপা ঘরে তুলেছিল যথাক্রমে ভারত ও অস্ট্রেলিয়া। এবারের আগের দুই বিশ্বকাপও গেছে একই ক্রমানুসারে ভারত(২০১১) ও অস্ট্রেলিয়ার(২০১৫) ঘরে।

তবে কি গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার সব শঙ্কা উড়িয়ে দিয়ে এবারও শিরোপা ঘরে তুলতে যাচ্ছে সরফরাজের পাকিস্তান?

 

রাইজিংবিডি/ঢাকা/২৬ জুন২০১৯/নুরুল/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়