ঢাকা     বুধবার   ১৫ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ১ ১৪৩১

পাকিস্তানকে ২২৮ রানের লক্ষ্য দিল আফগানিস্তান

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৯, ২৯ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পাকিস্তানকে ২২৮ রানের লক্ষ্য দিল আফগানিস্তান

ক্রীড়া প্রতিবেদক : পুরো বিশ্বকাপেই আফগানিস্তানের জন্য দুঃস্বপ্ন হয়ে থেকেছে তাদের ব্যাটিং। ভালো শুরু করেও সেভাবে ইনিংস বড় করতে পারেননি কেউই। আজও যেমন সাত ব্যাটসম্যান ১৫ পার করলেন। কিন্তু আসগর আফগান ও নজিবুল্লাহর ৪২ রানের বেশি করতে পারলেন না কেউই। পাকিস্তানের বিপক্ষে আফগানিস্তানের সংগ্রহটাও তাই বড় হলো না।

হেডিংলিতে আফগানিস্তান আগে ব্যাট করতে নেমে ৯ উইকেটে করেছে ২২৭ রান। এই পুঁজি নিয়ে ভালো কিছু করে দেখাতে পারবে প্রথম জয়ের খোঁজে থাকা আফগানরা? 

টস জিতে ব্যাট করতে নেমে দ্রুত রান তুলে ভালো শুরুর ইঙ্গিত দিয়েছিল আফগানিস্তান। গুলবাদিন নাইব ও রহমত শাহ গড়ে ফেলেছিলেন ২৭ রানের উদ্বোধনী জুটি। পঞ্চম ওভারে শাহিন শাহ আফ্রিদির প্রথম তিন বলে গুলবাদিন মেরেছিলেন দুই চার। এরপরই আফ্রিদির পরপর দুই বলে আফগানিস্তান হারায় ২ উইকেট।

অফ স্টাম্পের বাইরের বলে জায়গায় দাঁড়িয়ে ড্রাইভ করতে গিয়ে উইকেটকিপাকে ক্যাচ দেন গুলবাদিন। পাকিস্তান উইকেটটা পেয়েছে অবশ্য রিভিউ নিয়ে। ১২ বলে ৩ চারে গুলবাদিন করেন ১৫ রান। গোল্ডেন ডাক মেরে ফেরেন হাশমতউল্লাহ শাহিদি। বাঁহাতি ব্যাটসম্যান লেগ স্টাম্পে বেরিয়ে যাওয়া বল খেলতে চেয়েছিলেন লেগ সাইডে। ব্যাটের ওপরের অংশে লেগে ক্যাচ উঠে যায় মিড অফে।

রহমত উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। বাঁহাতি স্পিনার ইমাদ ওয়াসিমের শিকার হওয়ার আগে ৪৩ বলে ৫ চারে ডানহাতি ব্যাটসম্যান করেন ৩৫ রান। তখন ৫৭ রানে ৩ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান।

চতুর্থ উইকেটে জুটি বেঁধে দলের স্কোর একশ পার করেন আসগর আফগান ও ইকরাম আলী খিল। আফগানকে ফিরিয়ে ৬৪ রানের এ জুটি ভাঙেন শাদাব খান। লেগ স্পিনারকে তেড়েফুঁড়ে খেলতে গিয়ে বোল্ড হওয়া আফগান ৩৫ বলে ৩ চার ও ২ ছক্কায় করেন ৪২ রান।

এরপর বেশিক্ষণ টেকেননি ইকরামও। বেশি ডট বল খেলার চাপে পিষ্ট হন উইকেটকিপার ব্যাটসম্যান। ইমাদের অফ স্টাম্পের অনেক বাইরের বল স্লগ সুইপে উড়ানোর চেষ্টায় ক্যাচ দেন লং অনে। ৬৬ বলে একটি চারে ইকরাম করেন ২৪ রান।

মোহাম্মদ নবীও সুবিধা করতে পারেননি। ওয়াহাব রিয়াজের শর্ট বলে ফেরার আগে ৩৩ বলে তিনি করেন ১৬ রান। ১৬৭ রানে ৬ উইকেট হারানোর পর দলের স্কোর দুইশ পার করেন নজিবুল্লাহ জাদরান ও শামিউল্লাহ শেনওয়ারি। নজিবুল্লাহ আফ্রিদিকে দারুণ একটি চার মারার পরের বল স্টাম্পে টেনে এনে ফিরলে ভাঙে ৩৫ রানের জুটি।

নিজের শেষ ওভারে রশিদ খানকে ফিরিয়ে আফ্রিদি পূর্ণ করেন চার উইকেট, ১০ ওভারে তিনি দেন ৪৭ রান। ৩২ বলে ১৯ রানে অপরাজিত ছিলেন শেনওয়ারি। ইমাদ ৪৮ রানে ও ওয়াহাব ২৯ রানে নেন ২টি করে উইকেট।


রাইজিংবিডি/ঢাকা/২৯ জুন ২০১৯/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়