ঢাকা     বুধবার   ১৫ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ১ ১৪৩১

বোল্টের হ্যাটট্রিকের পর নিউজিল্যান্ডের লক্ষ্য ২৪৪

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২২, ২৯ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বোল্টের হ্যাটট্রিকের পর নিউজিল্যান্ডের লক্ষ্য ২৪৪

ক্রীড়া ডেস্ক : ওয়ানডেতে তার একটি হ্যাটট্রিক ছিলই। ট্রেন্ট বোল্ট এবার নিউজিল্যান্ডের প্রথম বোলার হিসেবে বিশ্বকাপে হ্যাটট্রিক করার কীর্তি গড়েছেন। তার দারুণ বোলিংয়ের পরও উসমান খাজা ও অ্যালেক্স ক্যারির ফিফটিতে লড়াকু পুঁজি পেয়েছে অস্ট্রেলিয়া।

লর্ডসে শনিবার আগে ব্যাট করতে নেমে একটা পর্যায়ে ৯২ রানেই ৫ উইকেট হারিয়েছিল অস্ট্রেলিয়া। সেখান থেকে শেষ পর্যন্ত ৫০ ওভারে ৯ উইকেটে ২৪৩ রান করেছে বিশ্বচ্যাম্পিয়নরা।

একাধিক জীবন পাওয়া খাজা ১২৯ বলে ৫ চারে করেন সর্বোচ্চ ৮৮ রান। উইকেটকিপার-ব্যাটসম্যান ক্যারি ৭২ বলে ১১ চারে করেন ৭১ রান। ষষ্ঠ উইকেটে এই দুজন গড়েন ১০৭ রানের বড় জুটি।

শেষ ওভারে পরপর তিন বলে খাজা, মিচেল স্টার্ক ও জেসন বেহরেনডর্ফকে ফিরিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন বোল্ট। প্রথম দুজন বোল্ড, পরেরজন হন এলবিডব্লিউ।

এবারের বিশ্বকাপে এটি দ্বিতীয় ও সব মিলিয়ে ১১তম হ্যাটট্রিক। কদিন আগে আফগানিস্তানের বিপক্ষে হ্যাটট্রিক করেন ভারতের পেসার মোহাম্মদ শামি।

১০ ওভারে ৫১ রানে ৪ উইকেট নেন বোল্ট। লোকি ফার্গুসন ও জেমস নিশাম নেন ২টি করে উইকেট।



রাইজিংবিডি/ঢাকা/২৯ জুন ২০১৯/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়