ঢাকা     বুধবার   ১৫ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ১ ১৪৩১

ধোনিকে পরামর্শ দেওয়ার প্রয়োজন নেই : কোহলি

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৫, ২৯ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ধোনিকে পরামর্শ দেওয়ার প্রয়োজন নেই : কোহলি

ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপে মাহেন্দ্র সিং ধোনিকে নিয়ে বেশ সমালোচনা হচ্ছে। ক্রিকেটবোদ্ধারা মনে করছেন ধোনির স্ট্রাইক রোটেশন নিয়ে কাজ করা উচিত। বিশেষ করে আফগানিস্তানের বিপক্ষের ইনিংসের পর। কিন্তু ভারতের অধিনায়ক বিরাট কোহলি মনে করছেন ধোনিকে পরামর্শ দেওয়ার প্রয়োজন নেই। সে এমনই একজন ক্রিকেটার যিনি জানেন কখন কী করতে হবে।

ইংল্যান্ডের বিপক্ষের ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কোহলি বলেন, ‘সে পুরোপুরি জানে যে তার কী করতে হবে। সে কখনোই এমন ক্রিকেটার ছিল না যাকে বলতে হবে যে তার কী করা প্রয়োজন। বাইরে অনেক কিছুই শোনা যায়। অনেক কিছু নিয়েই আলোচনা হয়। তবে ড্রেসিং রুমে আমরা যে অভিজ্ঞতার মধ্য দিয়ে যাই সেটা হল ধোনির উপর আমাদের পুরো আস্থা রয়েছে। দলের প্রয়োজনে সে অনেক সময় দেয়াল হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে আপনি যদি চলতি পঞ্জিকাবর্ষ দেখেন। অসাধারণ পারফরম্যান্স করেছে সে। আমরা মনে হয় দুই-একটা ম্যাচের পরই তার দিকে আঙ্গুল তুলে দেখিয়ে দেওয়াটা যথাযথ হবে না। কারণ, যেকেউ দুই-এক ম্যাচে খারাপ করতে পারে ব্যাট হাতে।’

তিনি আরো বলেন, ‘আমরা তার বিষয়টি নিয়ে মোটেও ভাবছি না। সে পুরোপুরি জানে যে তার কখন কী করতে হবে। তাকে পরামর্শ দেওয়ার প্রয়োজন নেই। আফগানিস্তানের বিপক্ষের ম্যাচের পর সে নেটে গিয়েছে। কঠোর পরিশ্রম করেছে। আফগানিস্তানের বিপক্ষের ম্যাচেও কিন্তু ভালো করেছে। আমাদের জন্য ভালো একটি সংগ্রহ এনে দিয়েছে এবং আমরা ম্যাচটি জিতেছি। দুই পয়েন্ট পেয়েছি। আমরা তার পারফরম্যান্সে খুবই খুশি এবং সন্তুষ্ট।’


রাইজিংবিডি/ঢাকা/২৯ জুন ২০১৯/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়