ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

রেকর্ড নিয়ে খেলার মানুষ আমি না : সাকিব

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৭, ৬ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রেকর্ড নিয়ে খেলার মানুষ আমি না : সাকিব

সাকিব আল হাসান

ক্রীড়া প্রতিবেদক : কী দুর্দান্ত এক বিশ্বকাপই না কাটালেন সাকিব আল হাসান! ব্যাটিং কিংবা বোলিং, সমানতালে পারফর্ম করেছেন। গড়েছেন রেকর্ডের পর রেকর্ড। তবে নিজের অর্জন নিয়ে বরাবরের মতোই নির্লিপ্ত ওয়ানডের বিশ্বসেরা অলরাউন্ডার।

এবারের বিশ্বকাপে সাকিব ব্যাট হাতে করেছেন ৬০৬ রান। হাত ঘুরিয়ে নিয়েছেন ১১ উইকেট। নিজের পারফরম্যান্স নিয়ে শনিবার টিম হোটেলে সাকিব সাংবাদিকদের বলেছেন, ‘ব্যক্তিগত দিক থেকে খুবই ভালো। খুবই খুশি। যে ধরনের মন-মানসিকতা নিয়ে এসেছিলাম, যে ধরনের ইচ্ছা ছিল, যেমন তাগিদ ছিল, সেদিক থেকে সন্তুষ্ট।’

‘প্রথম ম্যাচ থেকেই ভালো কিছু হবে বলে মনে হচ্ছিল। আগের প্রতিটি বিশ্বকাপের প্রথম ম্যাচে রান ছিল। কিন্তু পরে আর সেভাবে করতে পারিনি। ওটারও একটা তাগিদ ছিল মোমেন্টাম পাওয়ার পর যেন সেটা ধরে রাখতে পারি।’

বিশ্বকাপে সাকিবের অতিমানবীয় পারফরম্যান্স অবাক করেছে অনেককে। তবে সাকিব নিজে অবাক নন মোটেও, ‘না, নিজেকে সারপ্রাইজ করিনি। কারণ আমি জানি আমি কী চিন্তা করে এসেছিলাম। হ্যাঁ, এটা জানতাম যে হলে সবচেয়ে সেরা যেটি হতে পারে, সেটিই হয়েছে।’

সাকিব দুর্দান্ত পারফরম্যান্স দেখালেও বাংলাদেশ দল হিসেবে ভালো করতে পারেনি। সেমিফাইনালের স্বপ্ন নিয়ে বিশ্বকাপে গিয়েছিল দল। কিন্তু বাদ পড়েছে সেমিফাইনালের আগেই। নিজের এমন পারফরম্যান্সের পরও সেমিফাইনালে খেলতে না পারায় নিজেকে কি দুর্ভাগা মনে হচ্ছে না সাকিবের? 

‘এটা নিয়ে সেভাবে চিন্তা করি না। অবশ্যই সেমিফাইনালে যাওয়ার যথেষ্ট সুযোগ আমাদের ছিল। তবে সেসব নিয়ে তো আমি কখনোই চিন্তা করি না। রেকর্ড-টেকর্ড নিয়ে খেলার মানুষ আমি না।’

শচীন টেন্ডুলকার ও ম্যাথু হেইডেনের পর মাত্র তৃতীয় ক্রিকেটার হিসেবে বিশ্বকাপের এক আসরে ৬০০ রান করেছেন সাকিব। শনিবার চতুর্থ ক্রিকেটার হিসেবে তাদের সঙ্গী হয়েছেন রোহিত শর্মা। তবে রোহিত তো আর সাকিবের মতো ১১ উইকেট পাননি, পাননি টেন্ডুলকার আর হেইডেনও। বিশ্বকাপের এক আসরে ১০ উইকেট আর ৫০০ রানই সাকিব ছাড়া আর কারও নেই।

এমন অর্জনের পর নিজেকে কোন লেভেলে দেখছেন সাকিব? এবারও সাকিব থেকে গেলেন নির্লিপ্তই, ‘কোনো লেভেলেই দেখছি না। যখন কথা হয়, অবশ্যই ভালো লাগে। নিজের পারফরম্যান্স নিয়েও আমি খুশি। তবে এসব নিয়ে সেভাবে চিন্তা করি না।’


রাইজিংবিডি/ঢাকা/৬ জুলাই ২০১৯/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়