ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৯ ১৪৩১

ঝুঁকিতে থাকা জনগণকে সরাতে বিশেষ অভিযান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৩, ১৩ মে ২০২৩   আপডেট: ২২:৪০, ১৩ মে ২০২৩
ঝুঁকিতে থাকা জনগণকে সরাতে বিশেষ অভিযান

ঘূর্ণিঝড় মোখার আঘাত থেকে রক্ষা পেতে চট্টগ্রামের ঝুঁকিপূর্ণ এলাকার জনগণকে নিরাপদ স্থানে সরাতে বিশেষ অভিযান শুরু করেছে চট্টগ্রাম জেলা প্রশাসনের অভিযান।

শনিবার (১৩ মে) সন্ধ্যায় এই অভিযান শুরু করেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। এ সময় তিনি সমুদ্র উপকূলবর্তী পতেঙ্গা, হালিশহর,কাট্টলী এলাকা পরিদর্শন করেন।

অভিযানে জেলা প্রশাসকের সঙ্গে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসান, নেজারত ডেপুটি কালেক্টর মো. তৌহিদুল ইসলাম, পতেঙ্গার সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন:

জানা যায়, চট্টগ্রামে ১০৩০টি আশ্রয়কেন্দ্র, ২১০০ প্রাথমিক বিদ্যালয় এবং প্রয়োজন অনুসারে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান সাইক্লোন শেল্টার সেন্টার হিসেবে ব্যবহৃত হবে। জেলায় পর্যাপ্ত শুকনা খাদ্য, পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেট ও স্যালাইন মজুদ রয়েছে।

রেজাউল/কেআই

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়